ভারত সহ বিশ্ব বাজারে কম দামে সেরা ফিচার নিয়ে লঞ্চ হচ্ছে Redmi Note 15 Pro+ 5G স্মার্টফোন

Redmi Note 15 Pro+ 5G আগামী কয়েকমাসের মধ্যে বাজারে আসতে চলেছে। আজ চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (CMIIT) থেকে ছাড়পত্র পেয়েছে ডিভাইসটি। এখানে 25080RABDC মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে ডিভাইসটি। সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এতে GSM, CDMA, WCDMA, TD-LTE, LTE FDD, 5G, WiFi ও Bluetooth এর মতো কানেক্টিভিটি অপশন থাকবে।
আমরা জানি, রেডমি নোট সিরিজ কম দামে বেশি ফিচার অফার করে। Redmi Note 15 Pro+ 5G সেই রীতির ব্যতিক্রম নয় বলেই মনে হচ্ছে। যারা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্যবহারের স্বাদ পেতে চান, তাদের জন্য এটি আদর্শ হতে পারে।
Redmi Note 15 Pro+ 5G এর একাধিক আন্তর্জাতিক ভার্সন থাকবে
কেবল চীন নয়, রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি ভারত সহ অন্যান্য দেশেও লঞ্চ হবে। কারণ এর বিভিন্ন মডেল নম্বরের সন্ধান পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে 25080RABDC, 25080RABDT, 25080RABDR, 25080RABDI ও 25080RABDG। এই হ্যান্ডসেটের কোডনেম ‘Flourite’, আর প্রজেক্ট নাম ‘P16U’।
জাপানেও লঞ্চ হবে Redmi Note 15 Pro+ 5G?
উল্লেখিত মডেল নম্বরগুলির মধ্যে 25080RABDR ভার্সনকে স্পেশালি জাপানের জন্য নির্ধারিত বলে মনে করা হচ্ছে। যদিও ROM রিজিয়নে জাপানের কোনো নাম খুঁজে পাওয়া যায়নি। এর আগে, অর্থাৎ রেডমি নোট ১৩ প্রো প্লাস মডেলটি জাপানে এসেছে গ্লোবাল মার্কেটে লঞ্চের এক বছর পর, আর রেডমি নোট ১৪ প্রো প্লাস এর ROM রিজিয়নে জাপানের নাম থাকলেও ফোনটা সেখানে বিক্রি হয়নি। তাই এবার কী হবে, সেটা এখনই স্পষ্ট নয়।
Redmi Note 15 Pro+ 5G বাজারে কবে আসছে?
আশা করা যায় Redmi Note 15 Pro+ 5G শীঘ্রই লঞ্চ হবে। সাধারণত সার্টিফিকেশন সাইটে উপস্থিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই লঞ্চের তারিখ জানানো হয়। এখন দেখার শাওমি আগমনের তারিখ জানাতে কতদিন সময় নেয়।