Categories: মোবাইল

Redmi Note 15 Pro+ ও Note 15 Pro এবার ভারতে আসছে, কি কি ফিচার থাকবে আগেভাগে দেখে নিন

কয়েক মাস আগে চীনে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ স্মার্টফোন দুটি লঞ্চ হয়েছে। এখন স্মার্টফোন ব্র্যান্ডটি ভারতে এই সিরিজের ফোনগুলি আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ডিভাইস দুটির দাম তাদের পূর্বসূরির মতোই বলে আশা করা হচ্ছে। তবে, এগুলি তাদের চীনা ভার্সনের তুলনায় কিছুটা ভিন্ন ক্যামেরা স্পেসিফিকেশন অফার করবে বলে মনে করা হচ্ছে। ভারতে আসন্ন Redmi Note 15 সিরিজ সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

ভারতে Redmi Note 15 সিরিজের লঞ্চের তারিখ ও দাম

স্মার্টপ্রিক্স টিপস্টার যোগেশ ব্রারের সাথে যৌথভাবে ভারতে Redmi Note 15 সিরিজের দাম, স্পেসিফিকেশন এবং লঞ্চের টাইমলাইন ফাঁস করেছে। রিপোর্ট অনুযায়ী, হ্যান্ডসেটগুলি আগামী বছরের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হবে। Redmi Note 15 Pro এবং Realme Note 15 Pro+ মডেলগুলির সাথে সিরিজটি জানুয়ারির মাঝামাঝিতে বিক্রি জন্য উপলব্ধ হবে বলে জানা গেছে। এছাড়া, ফোনগুলির ভারতীয় ভার্সনের প্রত্যাশিত প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশনগুলিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, ভারতে Redmi Note 15 সিরিজের দাম পূর্বসূরি Redmi Note 14 সিরিজের মতোই হতে পারে। প্রসঙ্গত, Redmi Note 14 Pro+ 5G এর বেস ভ্যারিয়েন্টটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ এই বছরের জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়, যার মূল্য ধার্য করা হয়েছিল ২২,৪০০ টাকা। অন্যদিকে, Redmi Note 14 Pro 5G ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২০,৯০০ টাকা।

Redmi Note 15 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Redmi Note 15 সিরিজটি ২১ আগস্ট চীনে আত্মপ্রকাশ করেছিল। এর Pro মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা চিপসেট দ্বারা চালিত, আর Pro+ মডেলে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর রয়েছে। তবে, ভারতীয় ভার্সনটি চীনা ভার্সনের তুলনায় কিছুটা ভিন্ন ক্যামেরা কনফিগারেশন অফার করবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরার ক্ষেত্রে, Redmi Note 15 Pro+ হ্যান্ডসেটের পিছনে “নতুন” ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। অন্যদিকে, Note 15 Pro তে ১০৮ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। উভয় ফোনেই চীনা ভার্সনের মতো একই চিপসেট এবং ডিসপ্লে দেখা যেতে পারে।

সংক্ষেপে বললে, Redmi Note 15 Pro+ এবং Redmi Note 15 Pro ফোনে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে (১,২৮০×২,৭৭২ পিক্সেল) মাইক্রো-কার্ভড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৩,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। উভয় ফোনেই সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ অনবোর্ড স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 15 Pro+ তে ৫০ মেগাপিক্সেল লাইট ফিউশন ৮০০ সেন্সর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। অন্যদিকে, প্রো মডেলটিতে ৫০-মেগাপিক্সেল সোনি এলওয়াইটি-৬০০ সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৩৫৫ আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, Redmi Note 15 Pro+ এবং Note 15 Pro ডিভাইসে যথাক্রমে ৩২ মেগাপিক্সেল এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, উভয় Redmi Note 15 Pro সিরিজের হ্যান্ডসেটেই ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২২.৫ ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। তবে, Redmi Note 15 Pro+ ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং Note 15 Pro ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং স্পিড অফার করে।

Ananya Sarkar

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

10 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

10 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

11 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

23 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

23 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.