মোবাইল

স্মার্টফোনের জগতে রেকর্ড, এবার 7500mAh ব্যাটারি সহ ফোন আনছে রেডমি

Published on:

Redmi turbo 4 pro key specs leak 7500mah battery snapdragon 8s elite

লঞ্চের পর থেকেই চর্চায় Redmi Turbo 4। এটি নতুন Dimensity 8400 আল্ট্রা প্রসেসর চালিত একটি উচ্চ মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে বাজারে এসেছে। তবে এখন আলোচনায় উঠে এসেছে এই সিরিজের অধীনে আসতে চলা আরও একটি অত্যাধুনিক ফোনের নাম। Redmi Turbo 4 Pro শক্তিশালী ৭,৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। অর্থাৎ খবর সত্যি হলে এটিই রেডমির সবথেকে বড় ব্যাটারি যুক্ত ফোন হবে।

Redmi Turbo 4 Pro ব্যাটারি

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন নিশ্চিত করেছে যে, রেডমি টার্বো ৪ প্রো হ্যান্ডসেটে বিশাল ৭৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে। উল্লেখ্য, টার্বো ৪ মডেলেও পাওয়ারফুল ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি বর্তমান। উল্লেখযোগ্য বিষয় হল, ওই সূত্র আরও দাবি করছে যে, শাওমি অভ্যন্তরীণভাবে একটি ৮০০০ এমএএইচ ব্যাটারির একটি ফোন টেস্ট করছে।

WhatsApp Community Join Now

গত বছর থেকেই একটা বিষয় স্পষ্ট, ফাস্ট চার্জিং স্পিডের পর এবার ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানোর প্রতি মনোযোগ দিয়েছে স্মার্টফোন কোম্পানিরা। এর কৃতিত্ব প্রাপ্য নতুন সিলিকন-কার্বন অ্যানোড ব্যাটারির, যা প্রথাগত কার্বন অ্যানোড ব্যাটারির তুলনায় অনেক বেশি শক্তির ঘনত্ব প্রদান করে। ফলস্বরূপ, পাতলা ফোনেও বেশি ক্ষমতার ব্যাটারি রাখা সম্ভব হচ্ছে।

বিরাট ব্যাটারি ছাড়াও, রেডমি টার্বো ৪ প্রো ফ্ল্যাগশিপ গ্রেডের স্ন্যাপড্রাগন ৮এস এলিট প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গিয়েছে। ওরিয়ন কোরের পরিবর্তে, এটি একটি কর্টেক্স-এক্স প্রাইম কোর এবং এ৭২০ এফিশিয়েন্সি কোর সহ আরও ঐতিহ্যবাহী সিপিইউ আর্কিটেকচার ব্যবহার করবে। ফলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটের মতো পারফরম্যান্স পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন