রেডমি আজ ঘোষণা মতো তাদের নতুন স্মার্টফোন Redmi Turbo 4 Pro লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় ২৫ হাজার টাকা থেকে। ফিচারের কথা বললে, এই ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর, ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৭৫৫০ এমএএইচ ব্যাটারি। আসুন Redmi Turbo 4 Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
রেডমি টার্বো ৪ প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,৭০০ টাকা)। আবার এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৯০০ টাকা), ২৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৩০০ টাকা), ২৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,৬০০ টাকা)। আর এর সর্বোচ্চ ভ্যারিয়েন্ট ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,১০০ টাকা)। এছাড়াও রয়েছে একটি বিশেষ Harry Potter Edition, যার দাম ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৮০০ টাকা)।
রেডমি টার্বো ৪ প্রো ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩২০০ নিটস। এই ডিসপ্লে ডলবি ভিশন সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। রেডমি টার্বো ৪ প্রো সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5X র্যাম এবং ১ টিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক HyperOS 2 অপারেটিং সিস্টেমে চলবে।
ফটোগ্রাফির জন্য, Redmi Turbo 4 Pro স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর উপস্থিত, যা ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ও ইআইএস (ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। এর পাশাপাশি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.