Redmi Turbo 4 বাজারে এসেছিল ২০২৪ সালের ২ জানুয়ারি। এবার এর উত্তরসূরি বাজারে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে Redmi Turbo 5 আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই লঞ্চ হবে। জনপ্রিয় টিপস্টার, শান্তুনু আজ X (আগে টুইটার) প্ল্যাটফর্মের ফোনটির কিছু ফিচার ফাঁস করেছে। জানা গেছে এতে মেটাল ফ্রেম থাকবে। আর স্মার্টফোনটি ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে সহ আসবে। Redmi Turbo 5 ডিভাইসটি Poco X8 Pro নামে আন্তর্জাতিক বাজারে পাওয়া যেতে পারে।
টিপস্টার দাবি করেছেন যে Redmi Turbo 5 মডেলে থাকবে ৬.৬ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে ও মেটাল ফ্রেম। ফোনটি স্লিম ও হালকা ডিজাইন সহ আসবে। এর স্ক্রিনে দেখা যাবে “স্ট্রেট” ফিনিশ। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসর। সাথে পাওয়ার ব্যাকআপের জন্য ৭৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
রেডমির ডিভাইসটি গ্লোবাল মার্কেটে Poco X8 Pro নামে লঞ্চ হবে বলে জানা গেছে। এর আগেও আমরা শাওমি কে একই কাজ করতে দেখেছি। ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দুটি ডিভাইসকেই একই মডেল নম্বর সহ তালিকাভুক্ত হতে দেখা গেছে।
আগের মডেল অর্থাৎ Turbo 4-এ ছিল ৬.৬৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এবং ৩২০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা চিপসেট দেওয়া হয়েছিল। এটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সহ এসেছিল।
ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ছিল। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছিল। পাওয়ার ব্যাকআপের জন্য ছিল ৬৫৫০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.