ফোন নাকি পাওয়ার ব্যাঙ্ক? Redmi Turbo 5 Pro আসছে ৮০০০mAh এর বেশি ক্যাপাসিটির ব্যাটারি সহ

রেডমি শীঘ্রই টার্বো সিরিজের নতুন ফোন হিসেবে Redmi Turbo 5 Pro লঞ্চ করতে চলেছে। যদিও সংস্থার তরফে এখনো এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে চীনের সোশ্যাল মিডিয়া উইবো-তে পরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই ডিভাইস সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। এই স্মার্টফোনটি বিশাল বড় ব্যাটারি সহ বাজারে আসবে। আর এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর। আসুন Redmi Turbo 5 Pro সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Redmi Turbo 5 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, রেডমি টার্বো ৫ প্রো স্মার্টফোনে ৬.৮ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে পাওয়া যাবে। আর ডিভাইসটি ৮০০০ এমএএইচ-এর বেশি ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে। টিপস্টার আরও জানিয়েছেন, রেডমি টার্বো ৫ প্রো মডেলটি রেডমি কে৮০ আল্ট্রা বা টার্বো ৪ প্রো-এর জায়গা নিতে চলেছে।
জানিয়ে রাখি, রেডমি টার্বো ৪ প্রো মডেলে ছিল স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর এবং ৭৫৫০ এমএএইচ ব্যাটারি। প্রায় একই ধরনের হার্ডওয়্যার সহ ভারত সহ গ্লোবাল মার্কেটে এসেছে পোকো এফ৭ ৫জি। এর থেকেও ভালো স্পেসিফিকেশন সহ আসবে রেডমি টার্বো ৫ প্রো।
আশা করা হচ্ছে, Redmi Turbo 5 Pro ফোনে উন্নত ডিসপ্লে, এবং প্রিমিয়াম ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ভারতে এই ফোনের দাম রাখা হতে পারে ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে।
Poco F7 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
Poco F7 5G স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩২০০ নিটস পিক ব্রাইটনেস লেভেলের ৬.৮৩ ইঞ্চি AMOLED স্ক্রিন। এতে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।