কাল আসছে Oppo K13 Turbo সিরিজ, ২৪.৫ লাখ AnTuTu স্কোরে ফাটাফাটি পারফরম্যান্সের ইঙ্গিত

আগামীকাল চীনে লঞ্চ হতে চলেছে Oppo K13 Turbo স্মার্টফোন সিরিজ। এই সিরিজের অধীনে আসবে – K13 Turbo, K13 Turbo Pro। ইতিমধ্যেই কোম্পানিটি অফিসিয়াল ওয়েবসাইটে এই সিরিজের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে। এখান থেকে ডিভাইসগুলির বিভিন্ন ফিচার সামনে আনা হচ্ছে। লঞ্চের একদিন আগে আজ Oppo K13 Turbo Pro স্মার্টফোনের পারফরম্যান্স স্কোর, কুলিং টেকনোলজি, ও বেস মডেলের গরমে টিকে থাকার ক্ষমতা প্রকাশ্যে আনা হয়েছে।
Oppo K13 Turbo Pro এর পারফরম্যান্স
সদ্য সামনে আসা টিজার পোস্টার থেকে জানা গেছে, ওপ্পো কে১৩ টার্বো প্রো মডেলে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এই চিপ এবং ‘ব্লাস্ট কুলিং ইঞ্জিন’-এর কারণে ফোনটি AnTuTu বেঞ্চমার্ক সাইটে ২৪.৫ লাখ স্কোর করেছে। ফলে ডিভাইসটি দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে ধরে নেওয়া যায়।
গরমেও দুর্দান্ত পারফরম্যান্স দেবে Oppo K13 Turbo Pro
এছাড়া কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একঘণ্টা ধরে ওপেন ওয়ার্ল্ড গেম খেলেও ওপ্পো কে১৩ টার্বো প্রো ফোনটি ৫৩.৫ এফপিএস ফ্রেমরেট বজায় রেখেছে। যা থেকে স্পষ্ট যে ডিভাইসটি গরমের মধ্যেও পারফর্ম করতে পারবে, কারণ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ বা এলিট-চালিত ফোনও এমন পারফরম্যান্স দেখাতে পারেনি।
Oppo K13 Turbo সিরিজ ইন্ডাস্ট্রি-গ্রেড টেস্ট পাশ করেছে
Oppo আরও জানিয়েছে যে, K13 Turbo সিরিজের ফোনগুলি ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইন্ডাস্ট্রি-গ্রেড টেস্টে উত্তীর্ণ হয়েছে। সাধারণত এত উচ্চ তাপে বেশিরভাগ ফোন ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারে না। অর্থাৎ সিরিজের ডিভাইসগুলি গেমারদের মন জয় করে নিতে পারে।
স্মার্ট কুলিং কিট পাওয়া যাবে
এই সিরিজের সাথে Oppo K13 Turbo Super Cooling Kit পাওয়া যাবে, যা কেবল একটা অ্যাক্সেসরিজ নয়, বরং সম্পূর্ণ কুলিং সিস্টেম বলা চলে। লিকুইড আর এয়ার কুলিং-এর হাইব্রিড প্রযুক্তি, সঙ্গে লাইটওয়েট এবং নিখুঁতভাবে ডিজাইন করা এই কিট ফোনের মাদারবোর্ডে সঠিকভাবে ঠান্ডা পৌঁছাতে সক্ষম।