সুখবর! ১৫০-র বেশি Samsung Galaxy ডিভাইসে আসছে সিকিউরিটি আপডেট, দেখুন লিস্ট

Samsung আজ এপ্রিল মাসের সিকিউরিটি আপডেট প্ল্যান সামনে আনলো, যেখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কোন কোন গ্যালাক্সি ডিভাইস নিয়মিত সিকিউরিটি প্যাচ পাবে। কোম্পানিটি প্রতি মাসে এই লিস্ট আপডেট করে, যাতে নতুন ডিভাইস যুক্ত করা হয় ও পুরনো ডিভাইস বাদ দেওয়া হয়।
এপ্রিল মাসের সিকিউরিটি আপডেট প্ল্যান অনুযায়ী, ৩৬টি গ্যালাক্সি ডিভাইস মাসিক (মাসে একবার), ৮৭টি ডিভাইস ত্রৈমাসিক (তিন মাসে একবার) এবং ২১টি ডিভাইস বছরে দুইবার সিকিউরিটি আপডেট পাবে।
কোন Samsung Galaxy ডিভাইসে কখন সিকিউরিটি আপডেট আসবে
মাসিক আপডেট প্রাপ্ত ডিভাইসের লিস্টে আছে Samsung Galaxy Fold এবং Flip সিরিজের নতুন মডেলগুলো, এস সিরিজের S21 FE থেকে শুরু করে সদ্য উন্মোচিত S25 সিরিজ পর্যন্ত, এবং গ্যালাক্সি A56 5G। এছাড়াও কিছু এন্টারপ্রাইজ মডেল যেমন Galaxy A53, A54, A55 ও XCover সিরিজেও মাসে নিয়মিত আপডেট আসবে।
ত্রৈমাসিক আপডেট লিস্টে রয়েছে আগের প্রজন্মের S21, Note 20, A সিরিজের বিভিন্ন মডেল (A13, A23, A34, ইত্যাদি), M সিরিজ, F সিরিজ এবং গ্যালাক্সি ট্যাব এস ও এ সিরিজের বেশ কিছু ডিভাইস।
বছরে দুইবার আপডেট পাবে এমন ডিভাইসের মধ্যে রয়েছে পুরনো A22, M32, F42 সিরিজ এবং Galaxy Tab A8 ও Tab S6 Lite।
স্যামসাং স্মার্টওয়াচগুলোর মধ্যে Watch 4, Watch 5, Watch 6, Watch 7 ও Watch Ultra ত্রৈমাসিক আপডেট পাবে। পিসি বিভাগের Galaxy Book 4 সিরিজও সিকিউরিটি আপডেটের আওতায় থাকবে।