Samsung-এর ফ্ল্যাগশিপ Galaxy S সিরিজের বেশ কিছু ফিচার্স এখন A সিরিজের ফোনে পাওয়া যাচ্ছে। যার মধ্যে অন্যতম ‘সার্কেল টু সার্চ’ বৈশিষ্ট্য। তবে Galaxy AI এখনও S লাইনআপে এক্সক্লুসিভ রয়েছে। এদিকে মার্চের মধ্যেই Galaxy A56 ও A36 লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। জানা গিয়েছে, এই ফোন দুটি ছাড়াও চলতি বছর A সিরিজের অন্যান্য মডেলগুলি আরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচার্স পাবে।
Samsung Galaxy A সিরিজে আসছে AI ফিচার্স
একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, স্যামসাং ৯ জানুয়ারি, ২০২৫ একটি ট্রেডমার্ক ফাইল করেছে। সেখানে একটি শব্দবন্ধ রেজিস্টার করেছে তারা – অওসম ইন্টেলিজেন্স (Awesome Intelligence)। তবে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির তরফে আবেদন করা ট্রেডমার্ক অ্যাপ্লিকেশনের কোথাও এ-সিরিজের উল্লেখ নেই। তাহলে প্রশ্ন আসতেই পারে যে, এমন অনুমানের কারণ কী।
জানিয়ে রাখি, গত কয়েক বছর ধরে, দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড বহুবার ‘অওসম’ শব্দটি ব্যবহার করে Galaxy A-সিরিজ ফোন বাজারজাত করেছে। তাই এই সিরিজের আপকামিং স্মার্টফোনগুলিতে Awesome Intelligence নামে ফিচার্সের একট স্যুট থাকবে বলে অনুমান করা হচ্ছে। আবার উল্লেখযোগ্য বিষয় হল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো এই শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ দাঁড়াচ্ছে AI।
এই নতুন অওসম ইন্টেলিজেন্স ফিচার্স সবার প্রথম Samsung Galaxy A56 স্মার্টফোনে দেখা যেতে পারে। কারণ এতে শক্তিশালী Exynos 1580 প্রসেসর থাকছে। তারপর আসবে Galaxy A36 মডেলে। কোম্পানির এই মিড রেঞ্জ লাইনআপে ঠিক কেমন এআই ফিচার্স যুক্ত হবে, তা এখন বলা সম্ভব হচ্ছে না।
ভারত তথা গ্লোবাল মার্কেটে প্রতিযোগী ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই বিভিন্ন দামের সেগমেন্টে তাদের ফোনে প্রচুর AI বৈশিষ্ট্য অফার করছে। ফলে স্যামরাং-ও পিছিয়ে থাকতে চাইছে না। উল্লেখ্য, কোম্পানির গ্যালাক্সি এআই বর্তমানে একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের সাথে আসে যেমন লাইভ ট্রান্সলেট, এআই সারসংক্ষেপ, জেনারেটিভ এডিট, চ্যাট অ্যাসিস্ট, প্রভৃতি।