যদি আপনি এই মুহূর্তে কোনো বাজেট স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে স্যামসাংয়ের A সিরিজের একটি মডেল বেছে নিতে পারেন। এই ফোনটির নাম Samsung Galaxy A16 5G। সম্প্রতি কাউন্টারপয়েন্ট রিসার্চ তাদের রিপোর্টে দাবি করেছে, এটি চলতি বছরের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন। ডিভাইসটি এখন, ফ্লিপকার্টের ‘এন্ড অফ সিজন সেলে’ ৫,৭০০ টাকারও বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এই ফোনে ৬ বছর ধরে ওএস ও সিকিউরিটি আপডেট আসবে।
স্যামসাংয়ের ওয়েবসাইটে Samsung Galaxy A16 5G এর দাম ১৯,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্টে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১৪,২৪৮ টাকায়। শুধু তাই নয়, যদি আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে মিলবে অতিরিক্ত ৫% ক্যাশব্যাকও। এমন অফার, সবসময় পাওয়া যায় না।
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে, সঙ্গে ৯০ হার্টজ রিফ্রেশ রেট।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৩০ চিপসেট রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা সেটআপ: এর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেডিকেল ম্যাক্রো সেন্সর; সামনে ১৩ মেডিকেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
অন্য ফিচার: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 স্প্ল্যাশ রেসিস্ট্যান্স।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.