স্যামসাংয়ের A সিরিজের নতুন বাজেট 5G ফোন Samsung Galaxy A17 5G কয়েক মাসের মধ্যে বাজারে আসতে পারে। সম্প্রতি এই ডিভাইসটি আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন বা FCC থেকে ছাড়পত্র পেয়ে গেছে। এটি Galaxy A16 5G এর উত্তরসূরি হিসেবে আসবে, যেটি গতবছর অক্টোবর লঞ্চ হয়েছিল। এই মডেলে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। আশা করা যায় আসন্ন Galaxy A17 5G ডিভাইসে কিছু আপগ্রেড দেখা যাবে।
এফসিসি ডেটাবেসে স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি স্মার্টফোনটি SM-A176B/DS মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এর মডেল নম্বরের শেষে ‘ডিএস’ থাকার অর্থাৎ এটি ডুয়াল সিম সাপোর্ট সহ আসবে এবং আন্তর্জাতিক বাজারেও পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনটি ৫জি কানেক্টিভিটির পাশাপাশি ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.৩ (এলই সহ) এবং এনএফসি সাপোর্ট সহ আসবে বলে সার্টিফিকেশন সাইটে উল্লেখ আছে। আর এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে।
স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি এর চার্জিং স্পিড নিয়েও কিছু তথ্য সামনে এসেছে। এর সাথে ইপি-টিএ৮০০ চার্জার পাওয়া যাবে, যা আদতে ২৫ ওয়াট (9V/2.77A) ফাস্ট চার্জিং অফার করবে। অন্য কয়েকটি সার্টিফিকেশন সাইট (SGS Fimko, Finland) থেকে জানা গিয়েছিল, এই ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
আপাতত জানা গেছে, Samsung Galaxy A17 5G এর দক্ষিণ কোরিয়ার ভ্যারিয়েন্টের মডেল নম্বর SM-A176N, আর মার্কিন ভ্যারিয়েন্টের মডেল নম্বর SM-A176U ও SM-A176U1। আর এই স্মার্টফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, যার সঙ্গে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭.০ ইন্টারফেসে চলবে।
ভারতে Galaxy A16 5G এর দাম ছিল ১৮,৯৯৯ টাকা। তাই আশা করা যায় যে A17 5G-এর দাম ২০,০০০ টাকার কম রাখা হবে। এই ফোনটিও সেপ্টেম্বর নাগাদ বাজারে আসতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.