৪ হাজার টাকা দাম কমলো AI ফিচার সহ আসা Samsung Galaxy A36 5G ফোনের

Samsung-এর ভারতের বাজারে বড় ইউজারবেস রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি প্রায় প্রতিটি সেগমেন্টে নিয়মিত নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে। যদি আপনার বাজেট ৩০,০০০ টাকা পর্যন্ত হয় এবং আপনি মিড রেঞ্জ Samsung ফোন কিনতে চান, তাহলে সংস্থার কাছে একটি দুর্দান্ত বিকল্প রয়েছে। এই স্মার্টফোনের নাম Samsung Galaxy A36 5G। ডিভাইসটি এখন ৪,০০০ টাকা ছাড়ে অর্ডার করা যাচ্ছে। আসুন এর উপর কি কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A36 5G ফোনে লোভনীয় অফার

স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে ৩০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। গত মাসে এই ভ্যারিয়েন্টটি ৩২,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। আবার যদি ক্রেতারা HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে তারা ২,০০০ টাকার ছাড় পেতে পারেন, অর্থাৎ অফারের পর ডিভাইসটির দাম কমে দাঁড়াবে ২৮,৯৯৯ টাকা।

Samsung Galaxy A36 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

অ্যামাজন থেকে জানা গেছে স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ৫জি স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চির ফুল HD+ Super AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে অক্টা-কোর প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি ক্যামেরা সেন্সরের রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল।

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি সার্কেল টু সার্চ সহ একাধিক এআই ফিচার সহ এসেছে।