স্যামসাং শীঘ্রই গ্যালাক্সি A সিরিজের অধীনে বেশ কয়েকটি নতুন ফোন বাজারে আনতে চলেছে। যার মধ্যে অন্যতম Samsung Galaxy A36 ও Galaxy A56। সম্প্রতি প্রথম মডেলটির ৩৬০ ডিগ্রি রেন্ডার ফাঁস হয়েছে। টিপস্টার ইভান ব্লাস এই রেন্ডার শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, গ্যালাক্সি এ৫৬ এর মতোই ক্যামেরা আইল্যান্ড ডিজাইন অফার করবে Galaxy A36। যেখানে এ৩৫ মডেলে ক্যামেরা লেন্সের জন্য আলাদা আলাদা কাটআউট ছিল। আর আসন্ন ডিভাইসটি চারটি কালারে পাওয়া যাবে।
টিপস্টারের দাবি সত্যি হলে, স্যামসাং গ্যালাক্সি এ৩৬ স্মার্টফোনে ৬.৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। আবার ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল হতে পারে। তবে অন্য দুটি সেন্সর সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি।
এতে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আশা করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ও গ্যালাক্সি এ৫৬ একসঙ্গে লঞ্চ হবে। মার্চের মাঝামাঝি সময়ে এদের উপর থেকে পর্দা সরানো হবে। গ্যালাক্সি এ৩৬ ভারত, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যাবে।
আগের মডেল অর্থাৎ গ্যালাক্সি এ৩৫ ৬.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছিল। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন অফার করে। এতে এক্সিনস ১৩৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে আইপি৬৭ জল প্রতিরোধী রেটিং ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.