Samsung Galaxy A সিরিজ মানেই স্লিম ডিজাইন ও সলিড হার্ডওয়্যার সহ প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন। নতুন বছরে এই লাইনআপে একটি আকর্ষণীয় ফোন আসতে চলেছে বাজারে। যার নাম Samsung Galaxy A56৷ এটি 2025 সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, ফোনটির মেজর স্পেসিফিকেশন ও দাম অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। চলুন দেখে নিই, ডিভাইসটি কী কী অফার করতে চলেছে।
স্যামসাং গ্যালাক্সি A56-এর চার্জিং ডিপার্টমেন্টে বড় আপগ্রেড আসছে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। ব্যাটারিটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা গ্যালাক্সি A55 মডেলে থাকা 25W চার্জিং স্পিডের থেকে বেশি ফাস্ট। চীনের 3C সার্টিফিকেশন থেকে খবরটি নিশ্চিত করা গিয়েছে। এছাড়া, নতুন ফোনটিতে ফুল-এইচডি রেজোলিউশনের 120 হার্টজ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি গ্যালাক্সি A55-এর সুপার অ্যামোলেড স্ক্রিনের আপগ্রেড।
Galaxy A56 অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাক ডিজাইন ধরে রাখবে, ফলে সেগমেন্টের অন্যান্য ফোনের তুলনায় ব্যবহারকারীকে আরও প্রিমিয়াম অনুভূতি দেবে। ডিভাইসটির অভ্যন্তরে Exynos 1480 প্রসেসর থাকবে বলে খবর। এই চিপসেট গিকবেঞ্চের আর্লি বেঞ্চমার্ক টেস্টে 1341 (সিঙ্গেল-কোর) ও 3,836 (মাল্টি-কোর) পয়েন্ট স্কোর করেছে। এই কারণে পারফরম্যান্সে বুস্ট আসবে।
স্যামসাং এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 সফটওয়্যার দিয়ে বাজারে আনবে। মিলবে 8 জিবি/128 জিবি স্টোরেজ এবং 12 জিবি/256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং একটি 5 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকবে। তবে ফ্রন্ট ক্যামেরায় ডাউনগ্রেড থাকবে৷ গ্যালাক্সি A55 যেখানে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করত, সেখানে গ্যালাক্সি A56 সিঙ্গেল 12 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসতে পারে।
স্যামসাং এই ফোনটির বেস মডেলের দাম 439 ইউরো রাখতে পারে যা ভারতীয় মুদ্রায় প্রায় 47,200 টাকা। উল্লেখ্য, গত বছর মার্চে গ্যালাক্সি A55 ভারতে 39,999 টাকায় লঞ্চ হয়েছিল।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.