মোবাইল

Samsung Galaxy F06 5G vs Redmi 14C 5G: ১২ হাজার টাকার কমে স্যামসাং নাকি রেডমি ফোন সেরা হবে

Published on:

Samsung Galaxy F06 5G vs Redmi 14C 5G Compare best smartphone under 12000

Samsung Galaxy F06 5G Vs Redmi 14C 5G: ভারতীয় মার্কেটে ১২ হাজার টাকার কমে উপলব্ধ স্মার্টফোনের লিস্ট যথেষ্ট লম্বা। বিভিন্ন ব্র্যান্ড এই রেঞ্জে নতুন নতুন ফোন লঞ্চ করছে। যেমন সম্প্রতি এসেছে স্যামসাং গ্যালাক্সি এফ০৬। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর এর সাথে রেডমি ১৪সি এর প্রতিযোগিতা চলবে। কিন্তু এই দুই ডিভাইসের মধ্যে কে সেরা? আসুন এদের দাম ও স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক।

Samsung Galaxy F06 5G Vs Redmi 14C 5G: ডিসপ্লে

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে ৬.৭৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ৮০০ নিটস। সেলফি ক্যামেরার জন্য এতে নচ কাট-আউট উপস্থিত। এদিকে রেডমি ১৪সি ৫জি সম্পর্কে বললে, এই হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে‌। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। এর স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশ।

Samsung Galaxy F06 5G Vs Redmi 14C 5G: প্রসেসর

স্যামসাংয়ের এফ সিরিজের মোবাইলে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট এবং মালি-জি৫৭ এমসি২ জিপিইউ। এদিকে, রেডমির মোবাইল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে অ্যাড্রেনো জিপিইউ পাওয়া যাবে।

Samsung Galaxy F06 5G Vs Redmi 14C 5G: ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে হাইপারল্যাপস, প্রো মোড এবং এআই জোনের মতো ক্যামেরা ফিচার সাপোর্ট করবে।

আবার রেডমি ১৪সি মডেলে ফ্ল্যাশলাইট সহ ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে পোর্ট্রেট ও টাইম-ল্যাপসের মতো ক্যামেরা ফিচার উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Samsung Galaxy F06 5G বনাম Redmi 14C 5G: ব্যাটারি

Samsung Galaxy F06 ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, অন্যদিকে Redmi 14C হ্যান্ডসেটে ৫১৬০ এমএএইচ ব্যাটারির আছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেমের দিক থেকে, Samsung Galaxy F06 মডেলটি Redmi 14C এর চেয়ে এগিয়ে। স্যামসাং ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে, যেখানে রেডমি ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন রয়েছে।

Samsung Galaxy F06 5G বনাম Redmi 14C 5G: দাম

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ দাম- ৯৪৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ দাম- ১০,৯৯৯ টাকা।

রেডমি ১৪সি ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ দাম- ১১,৯৯৯ টাকা।

রেডমি ১৪সি ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ দাম- ১০,৯৯৯ টাকা।

রেডমি ১৪সি ৫জি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ দাম- ৯,৯৯৯ টাকা।