Samsung সম্প্রতি এফ-সিরিজের বাজেট 5G মডেল Galaxy F16 5G লঞ্চ করেছিল। আজ বৃহস্পতিবার, ১৩ মার্চ বৃহস্পতিবার থেকে এই ডিভাইসের সেল শুরু হয়েছে। বাজেট রেঞ্জের এই ফোনে বড় অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে। আর Samsung Galaxy F16 5G ব্লিং ব্ল্যাক, গ্ল্যাম গ্রিন এবং ভাইবিয়িং ব্লু কালার অপশনে পাওয়া যাবে। আসুন সেলে এর দাম জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। আবার ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৫,৪৯৯ টাকা। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ডিভাইসটি। সেলে ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে ১,০০০ টাকা স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি এর দাম কমানো যাবে।
স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি ফোনে বড় ৬.৭-ইঞ্চি HD+ সুপার AMOLED ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন অফার করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসের স্টোরেজ বাড়ানো যাবে।
Samsung Galaxy F16 5G ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন আছে। ডিভাইসটি ছয় বছরের জন্য আপডেট পাবে। ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.