২০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ ভারতে আসছে Samsung Galaxy F36 5G, কেনা যাবে Flipkart থেকে

ভারতীয় স্মার্টফোন বাজারে Samsung একটা ভরসার নাম। আর যারা বাজেটের মধ্যেই ভালো ক্যামেরা, দুর্দান্ত পারফরম্যান্স আর দীর্ঘ ব্যাটারির ফোন খোঁজ করেন, তাদের কাছে Samsung-এর Galaxy F সিরিজ বিশেষ ভাবে পরিচিত। এবার সেই সিরিজেই যোগ হতে চলেছে একটি নতুন স্মার্টফোন, যার নাম Samsung Galaxy F36 5G। সম্প্রতি Flipkart-এ ডিভাইসটির মাইক্রোসাইট লাইভ হয়েছে এবং সেখান থেকে এর সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আসুন Samsung Galaxy F36 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F36 5G ভারতে কবে লঞ্চ হবে এবং দাম কত থাকবে
স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ভারতে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। আর ফোনটির দাম রাখা হবে ১৫,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকার মধ্যে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ আসতে পারে।
Samsung Galaxy F36 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে আই কেয়ার মোড সহ আসবে, ফলে অধিক ব্যবহারেও চোখের ওপর চাপ কম পড়বে।
ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে, যা ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। সেই সঙ্গে ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরও পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে থাকবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য স্যামসাংয়ের এই ফোনে ব্যবহার করা হবে এক্সিনস ১৩৮০ প্রসেসর। ডিভাইসটি ৬ জিবি র্যাম ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যেতে পারে। আর এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলবে। এতে ৪ বছরের OS আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি প্যাচ সাপোর্ট পাওয়া যেতে পারে।
Samsung Galaxy F36 5G স্মার্টফোনে দেওয়া হতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় দুদিন চলে যেতে পারে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যদিও বক্সে চার্জার থাকবে না বলেই মনে হয়। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং Samsung Knox পাওয়া যেতে পারে।
Photo Credit: xpertpick