Categories: মোবাইল

Samsung Galaxy M17 ভারতে লঞ্চ হল, বাজেট সেগমেন্টে ফ্ল্যাগশিপ ফিচার, দাম শুরু মাত্র 12,499 টাকা থেকে

স্যামসাং তাদের ‘M’ সিরিজে যুক্ত করেছে আরেকটি নতুন বাজেট স্মার্টফোন, এর নাম Samsung Galaxy M17। এর দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকার কাছাকাছি। এই ফোনে পাওয়া যাবে অ্যামোলেড ডিসপ্লে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ ক্যামেরা ও বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Samsung Galaxy M17 হ্যান্ডসেটের দাম ও স্পেসিফিকেশনগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M17 এর দাম ও কালার অপশন

কোম্পানির তরফে জানানো হয়েছে যে Samsung Galaxy M17 ফোনটি বর্তমানে মুনলাইট সিলভার এবং স্যাফায়ার ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। ভারতে এটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে কেনার জন্য উপলব্ধ। এর বেস ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা। আর উচ্চতর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ১৫,৪৯৯ টাকা।

লঞ্চ অফারের অংশ হিসেবে, ব্র্যান্ডটি স্যামসাং গ্যালাক্সি এম১৭ এর সাথে ৫০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং নো কস্ট ইএমআই অপশনও দিচ্ছে। আগ্রহী ক্রেতারা অ্যামাজন, ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেলারদের থেকে স্যামসাংয়ের এই লেটেস্ট বাজেট ফোনটি কিনতে পারবেন।

Samsung Galaxy M17 এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy M17 ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির লম্বা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুলএইচডি প্লাস রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১,১০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সুরক্ষা অফার করে। এই স্ক্রিনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচও রয়েছে।

ফটোগ্রাফির জন্য, ডিভাইসের রিয়ার প্যানেলে পাওয়া যাবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফোনের সামনে ১৩ মেগাপিক্সেলের সেন্সর বিদ্যমান।

পারফরম্যান্সের জন্য, Samsung Galaxy M17 হ্যান্ডসেটটি Exynos 1330 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজে যুক্ত। ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ২ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারেন। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy M17 ফোনে বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy M17 অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে। হ্যান্ডসেটটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে হাইব্রিড ডুয়েল সিম, নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্লিম ৭.৫ মিলিমিটারের বডি এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং প্রাপ্ত চ্যাসিস।

Ananya Sarkar

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

8 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

8 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

8 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

20 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

21 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.