তিন বছর আগে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M33 5G স্মার্টফোন। এবার এই পুরনো ডিভাইসে এল লেটেস্ট One UI 7 সফটওয়্যার আপডেট। গতকাল অর্থাৎ ১১ জুন ২০২৫ থেকে এই আপডেট ডিভাইসে পৌঁছাতে শুরু করেছে। টিপস্টার তরুণ বাটস (@tarunvats33) নিজের X (আগে টুইটার) প্রোফাইলে সর্বপ্রথম Samsung Galaxy M33 5G ফোনে আপডেট আসার কথা জানিয়েছেন।
স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ডিভাইসে আসা ওয়ান ইউআই ৭ আপডেট আদতে অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আনা হয়েছে। এই আপডেটের মাধ্যমে একগুচ্ছ নতুন ফিচার ফোনে যোগ হবে। পাশাপাশি এর পারফরম্যান্সও উন্নত হবে। এই আপডেটের সাইজ প্রায় ২ জিবি।
ওয়ান ইউআই ৭ আপডেটে ফোনের নোটিফিকেশন প্যানেল আর কুইক সেটিংস আলাদা করা হয়েছে। ফলে ফোনের নিয়ন্ত্রণ আগের চেয়ে সহজ হবে। পাশাপাশি, ক্যামেরাতেও AI-নির্ভর আপগ্রেড দেখা যাবে। উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এম৩৩ স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।
ভারতীয় ব্যবহারকারীদের জন্য আপডেটটি ধীরে ধীরে রোলআউট হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোন ব্যবহারকারীরা ডিভাইসের সেটিংসে গিয়ে ‘Software Update’ সেকশনে ঢুকে আপডেট এসেছে কিনা চেক করে নিতে পারেন। এর বিল্ড নম্বর হচ্ছে M336BUXXUCFYE5 / M336BUODMCFYE5 / M336BUXXUCFYE6।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.