মোবাইল

ভারত ও বাংলাদেশের বাজারে আসছে Samsung-এর দুই নতুন 5G স্মার্টফোন

ভারতে Samsung Galaxy M56 5G এবং Galaxy F56 5G ফোন দুটির সাপোর্ট পেজ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়েছে। ফলে শীঘ্রই লঞ্চ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Published on:

samsung-galaxy-m56-galaxy-f56-india-support-pages-live

সুমন পাত্র, কলকাতা: Samsung খুব সম্প্রতি ভারতে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে, যেগুলি হল Galaxy F06, Galaxy F16 5G, এবং Galaxy A26 5G। আবার দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি শীঘ্রই ভারতে Galaxy M56 এবং Galaxy F56 আনতে চলেছে বলে অনুমন করা হচ্ছে। কারণ দুটি ফোনই ভারতের BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। আর এখন এদের সাপোর্ট পেজগুলি লাইভ হয়েছে। ফোনগুলি যথাক্রমে Galaxy M55 5G এবং Galaxy F55 5G-এর উত্তরসুরী হবে। লোয়ার মিড রেঞ্জে একই রকম স্পেসিফিকেশন এবং ডিজাইনের সাথে লঞ্চ হতে পারে।

ভারতে Samsung Galaxy M56, Galaxy F56 5G এর সাপোর্ট পেজ লাইভ হল

টেকআউটলুক স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে  SM-M566B/DS এবং SM-E566B/DS মডেল নম্বরের দুটি ফোন স্পট করেছে। এগুলি যথাক্রমে Samsung Galaxy M56 5G এবং Galaxy F56 5G বলে মনে করা হচ্ছে, কারণ পূর্বসূরী Galaxy M55 5G ও Galaxy F55 5G ফোন দুটির মডেল নম্বর যথাক্রমে SM-M556B/DS এবং SM-E556B/DS। এই মডেল নম্বরে DS কথার অর্থ হল ডিভাইসটি ডুয়াল-সিম সমর্থন করবে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, SM-M566B/DS মডেল নম্বর সহ Samsung Galaxy M56 বাংলাদেশে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ফলে সেখানেও আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। এদের সাপোর্ট পেজ থেকে অবশ্য স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কে কিছু জানা যায়নি। এর আগে ফোনগুলি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর ছাড়পত্র পেয়েছে। সেখান থেকেও লঞ্চের ইঙ্গিত ছাড়া অন্য কিছু প্রকাশ হয়নি।

উল্লেখ্য, Samsung Galaxy F06 একটি বাজেট ফোন ও দাম ৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এটি ফ্লিপকার্টে বাহামা ব্লু এবং লিট ভায়োলেট কালার অপশনে কেনা যাবে। এতে এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন থাকলেও, চার বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেডের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। Galaxy F06-এর মতোই এন্ট্রি লেভেল 5G সেগমেন্টকে লক্ষ্য করে Galaxy F16 5G লঞ্চ হয়েছে। বেস মডেলটির দাম অফার ধরে ১১,৪৯৯ টাকা। আর Galaxy A26 5G-এর মূল্য ২৪,৯৯৯ টাকা থেকে শুরু।