Samsung Galaxy S, Galaxy A ও M, ফোল্ডেবল সিরিজ এবং ট্যাবলেটে কখন One UI 8 আপডেট আসবে দেখুন

Samsung ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর।‌ শীঘ্রই ব্র্যান্ডের একাধিক ডিভাইসে আসছে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ (One UI 8) আপডেট। যদিও এই বিষয়ে Samsung এখনও কিছুই ঘোষণা করেনি। তবে জনপ্রিয় টিপস্টার, Alfaturk আজ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ দাবি করেছেন যে, শীঘ্রই Samsung এর Galaxy S সিরিজ, ফোল্ডেবল Galaxy Z সিরিজ, A সিরিজ, M সিরিজ, ট্যাবলেট এবং স্মার্টওয়াচগুলিতে নতুন আপডেট আসতে চলেছে। পাশাপাশি তিনি কোন ডিভাইসে কখন নতুন আপডেট আসবে তার তারিখও শেয়ার করেছেন।

Galaxy S সিরিজ ও Galaxy Z সিরিজে কখন Samsung One UI 8 আপডেট পৌঁছাবে

১৮ সেপ্টেম্বর: প্রথমে Galaxy S25 সিরিজ (S25, S25+ ও S25 Ultra) নতুন আপডেট পাবে।

২৫ সেপ্টেম্বর: এরপরে Galaxy S24 সিরিজ (S24, S24+, S24 FE ও S24 Ultra) এবং Galaxy S25 Edge মডেলের জন্য আপডেট রোলআউট করা হবে।

২ অক্টোবর: Galaxy S23 সিরিজ ও Galaxy S21 FE 5G ফোনে আসবে ওয়ান ইউআই ৮ আপডেট।

৬ অক্টোবর: Galaxy S22 লাইনআপ ও পুরোনো ফোল্ডেবল ডিভাইস, যেমন Galaxy Z Fold 4, Flip 4 মডেলে আপডেট পৌঁছাবে।

ফোল্ডেবল স্মার্টফোনে কখন One UI 8 আপডেট আসবে

২ অক্টোবর: Galaxy Z Fold 6 ও Galaxy Z Flip 6 মডেলটি এই তারিখ থেকে আপডেট পেতে শুরু করবে।

১৩ অক্টোবর: Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5 এর জন্য আসবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এই আপডেট।

Galaxy A এবং M সিরিজের জন্য Android 16 আপডেট কখন রোলআউট হবে

২৫ সেপ্টেম্বর: Galaxy A56 5G ও A36 5G ফোন দুটি প্রথমে আপডেট পাবে। এর পরে অক্টোবরে A55, A54, A52S এবং A53 এর মতো অন্যান্য A-সিরিজের ডিভাইসে আপডেট আসবে।

২০ অক্টোবর: Galaxy M34 5G মডেলে প্রথমে এবং এর পরে M33 5G এবং M15 5G এর মতো মডেলগুলি আপডেট পাবে।

ট্যাবলেটে কখন নতুন আপডেট আসবে

১ অক্টোবর: Galaxy Tab S10 Ultra ও Tab S10+ সিরিজ প্রথমে আপডেট পাবে।

১৩ এবং ২৩ অক্টোবর: তার পরে Tab S9 FE, Tab S9 Ultra ও Tab S8 মডেলে নতুন সফ্টওয়্যার আপডেট আসবে।

নভেম্বর: Galaxy Tab Active এবং Tab A9 এর মতো বাজেট সিরিজগুলি আপডেট পাবে বলে আশা করা হচ্ছে।