স্যামসাংয়ের প্রিমিয়াম স্মার্টফোন নেওয়ার ইচ্ছা অনেকেরই আছে বাধা সৃষ্টি করে বাজেট। কিন্তু মাঝে মাঝে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এমন অফার নিয়ে আসে যে অনেক সস্তায় প্রিমিয়াম ফোনগুলি কিনে নেওয়া যায়। এখন যেমন Samsung Galaxy S23 5G সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। সস্তায় পাওয়া যাওয়ায় এই স্মার্টফোনের চাহিদা এখন ব্যাপকভাবে বেড়ে গেছে। ফোনটি ৫০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি এর ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৫,৯৯৯ টাকা। তবে এখন ফ্লিপকার্ট ফোনটি ৫৬ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এই অফারের পর স্মার্টফোনটি মাত্র ৪১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে।
তবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি এর ২৫৬ জিবি স্টোরেজ আপনি আরও সস্তায় কিনতে পারেন। এরজন্য ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে হবে। এছাড়া স্মার্টফোনটি নো কাস্ট ইএমআই-তেও বাড়িতে নিয়ে যাওয়া যাবে।
অ্যালুমিনিয়াম ফ্রেম সহ আসা স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ডিভাইসে ধুলো এবং জল প্রতিরোধী IP68 রেটিং উপস্থিত। ডিসপ্লের সুরক্ষার জন্য পাওয়া যাবে গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে।
পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। যার মধ্যে ৫০+১০+১২ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৩৯০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.