দুর্দান্ত ক্যামেরার Samsung Galaxy S24 FE কেনার সেরা সময়, প্রায় ২০ হাজার টাকা ডিসকাউন্ট

আপনি কি Samsung ফোনের ভক্ত? তাহলে আপনার জন্য সুখবর। এই মুহূর্তে সংস্থার একটি স্মার্টফোন প্রায় ২০ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে। আমরা কথা বলছি Samsung Galaxy S24 FE সম্পর্কে। এই ডিভাইসটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল। এই ফোনে আছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ২৪০০ই প্রসেসর। আসুন এর দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S24 FE এর কিনুন অনেক সস্তায়

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ছিল ৫৯,৯৯৯ টাকা। তবে এখন ফ্লিপকার্টে এটি বিক্রি হচ্ছে মাত্র ৩৯,৯৯৯ টাকায়। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৫% ক্যাশব্যাক পাবেন। শুধু তাই নয়, পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে মিলবে অতিরিক্ত ডিসকাউন্ট।

Samsung Galaxy S24 FE এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই এর সামনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি ও ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ১৯০০ নিটস। স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ২৪০০ই চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ৮ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। প্রাইমারি ও টেলিফটো উভয় ক্যামেরায় OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Samsung Galaxy S24 FE স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক ওয়ান ইউআই ৬.১.১ কাস্টম স্কিনে। এটি IP68 রেটিং সহ এসেছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাউন্ডের কথা বললে, এতে ডলবি অডিও সাপোর্ট করবে।