সেলে রেকর্ড ছাড়ে ২০০ এমপি ক্যামেরার Samsung Galaxy S24 Ultra 5G, দাম কমবে অর্ধেকের কাছাকাছি

স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলি প্রিমিয়াম রেঞ্জে আসে। আর সেটা যদি আল্ট্রা মডেল হয় তাহলে তো কথাই নেই। কিন্তু এই মুহূর্তে Samsung Galaxy S24 Ultra 5G ডিভাইসটি আপনি সস্তায় কিনতে পারবেন। আগামী ১২ জুলাই থেকে অ্যামাজনে শুরু হতে চলা প্রাইম ডে সেলে এই হাই-এন্ড স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে বিক্রি হবে। তবে মনে রাখবেন যে, কেবল মাত্র প্রাইম মেম্বাররা অ্যামাজন প্রাইম ডে সেলে কেনাকাটা করতে পারবে‌।

সেলে Samsung Galaxy S24 Ultra 5G এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি ভারতে ১,৩৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। পরে এর দাম কমে হয় ১,২৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজন প্রাইম ডে সেলে, আইসিআইসিআই অথবা এসবিআই ব্যাংকের কার্ড ব্যবহার করলে, সঙ্গে কুপন ডিসকাউন্ট ও ক্যাশব্যাক যোগ হলে ফোনটির দাম নেমে আসবে মাত্র ৭৪,৯৯৯ টাকায়। অর্থাৎ, প্রায় ৫০ শতাংশেরও বেশি ছাড় পাওয়া যেতে পারে, যা এক কথায় অবিশ্বাস্য।

তবে আগেই বলেছি, এই অফার শুধুমাত্র অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য। অর্থাৎ যাদের কাছে Prime সাবস্ক্রিপশন নেই, তারা এই ডিসকাউন্টে ফোনটি কিনতে পারবেন না। তাই যারা অফার পেতে চান, তারা একবার Prime সাবস্ক্রিপশনের দিকে নজর দিতে পারেন।

Samsung Galaxy S24 Ultra 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Galaxy S24 Ultra স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। দুর্দান্ত জুম, লো-লাইটে নজরকাড়া ছবি তোলা ও ডিটেলিং, সবদিক দিয়েই দারুণ পারফর্ম করে ডিভাইসটি। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এতে Galaxy AI ফিচার এবং S-Pen সাপোর্ট রয়েছে, যা ব্যবহারকারীদের প্রিমিয়াম ফিল দেয়।