200MP ক্যামেরার Samsung Galaxy S25 Edge ফোনের দাম ফাঁস, কিনতে গেলে বুক কাঁপবে?

স্যামসাংয়ের নতুন ফোন Galaxy S25 Edge নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে। এই ডিভাইসটি আগামী 13 মে লঞ্চ হতে পারে। এটি সংস্থার সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে। তবে লঞ্চের প্রায় এক মাস আগেই Samsung Galaxy S25 Edge এর দাম ফাঁস হয়ে গেল। সম্প্রতি এই ফোনটিকে ইতালির অনলাইন স্টোর Zanetti তে তালিকাভুক্ত করা হয়েছে। যেখান থেকে জানা গেছে, এর 256GB স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম 1,362 ইউরো (প্রায় 1,28,340 টাকা)।
Samsung Galaxy S25 Edge এর দাম ফাঁস
অনলাইনে স্টোর থেকে আরও জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস25 এজ এর 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,488 ইউরো (প্রায় 1,40,200 টাকা)। উল্লেখ্য, শুরুতে এই ফোনের দাম যা আন্দাজ করা হচ্ছিল, তার চেয়ে এটা অনেক বেশি। যদিও ভারত সহ অন্যান্য দেশে স্মার্টফোনটির দাম আরও কম হতে পারে।
জানিয়ে রাখি, ইউরোপে বিক্রি হওয়া S25+ এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,247 ইউরো (প্রায় 1,17,500 টাকা)। অন্যদিকে, 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,372 ইউরো (প্রায় 1,29,300 টাকা)।
Samsung Galaxy S25 Edge এই ফিচারের সাথে আসবে
রিপোর্ট অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এস25 এজ মাত্র 5.84mm পুরু হতে পারে। এই ফোনটি টাইট্যানিয়াম ফ্রেম এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট মেটিরিয়ালের সাথে আসতে পারে। ফাঁস হওয়া রেন্ডারে একে টাইট্যানিয়াম আইসির ব্লু, টাইট্যানিয়াম জেট ব্ল্যাক এবং টাইট্যানিয়াম সিলভার কালারে দেখা গেছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হতে পারে।
এছাড়া স্যামসাং গ্যালাক্সি এস25 এজ 12GB পর্যন্ত র্যাম অফার করতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিতে পারে। এছাড়াও পাওয়া যাবে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সও। এর সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেল হতে পারে। এই পাতলা ডিভাইসটি 4000mAh ব্যাটারির সাথে আসতে পারে।