সদ্য বাজারে এসেছে স্যামসাং-এর সবচেয়ে পাতলা স্মার্টফোন – Samsung Galaxy S25 Edge। এর দাম শুরু হয়েছে ১,০৯,৯৯৯ টাকা থেকে। তবে এই ডিভাইসের সাথে এখন বিশেষ অফার দেওয়া হচ্ছে। এই অফার পাওয়া যাচ্ছে ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে। Samsung-এর অফিসিয়াল অনলাইন স্টোর এই অফারের লাভ ওঠানো যাবে। এছাড়া Flipkart এই ডিভাইসের উপর আকর্ষণীয় অফার দিচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনটির দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে – একটি ২৫৬ জিবি এবং অন্যটি ৫১২ জিবি স্টোরেজ। সাধারণত ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বেশি থাকার কথা। লঞ্চের সময়ও তাই ঘোষণা করা হয়েছিল, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১,০৯,৯৯৯ টাকা, আর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ১,২১,৯৯৯ টাকা।
কিন্তু এখন Samsung-এর নিজস্ব স্টোর থেকে ফোনটি কিনলে, এই দুই মডেলই মিলছে একই দামে অর্থাৎ ১,০৯,৯৯৯ টাকায়। ফলে ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনলে আপনি ১২,০০০ টাকা বাঁচাতে পারবেন।
Flipkart-এ যদিও এই অফারটি নেই, তবুও কিছু আকর্ষণীয় ছাড় রয়েছে সেখানেও। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ৫১২ জিবি মডেল কিনলে ৬,১০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। আবার ২৫৬ জিবির ফোনেও মিলছে ৫,৫০০ টাকা ছাড়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই ছাড় শুধুই ব্যাঙ্ক অফারের মাধ্যমে পাওয়া যাচ্ছে।
এর সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। Flipkart-এ স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে আরও কিছুটা সাশ্রয় করা সম্ভব। কিন্তু এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করছে, আপনি কোন ফোনটা দিচ্ছেন এবং তার অবস্থাটা ঠিক কেমন তার উপর।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ এর সবচেয়ে বড় চমক এর ডিজাইন ও ওজনে, এটি মাত্র ৫.৮মিমি পুরু হবে, ওজন হবে ১৬৩ গ্রাম। ফোনটি বানানো হয়েছে টাইটানিয়াম ফ্রেম দিয়ে, অর্থাৎ হালকা হলেও এটি যথেষ্ট মজবুত। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস সিরামিক ২।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এতে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম উপস্থিত। ডিভাইসটি IP68 রেটিং সহ আসায় জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে।
এই ফোনে ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির AMOLED স্ক্রিন আছে। ক্যামেরার দিক থেকেও Galaxy S25 Edge অনেকটাই এগিয়ে – পিছনে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। সামনের দিকে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন। ডিভাইসে সমস্ত নতুন AI ফিচার পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, Samsung বলছে তারা এতে সাতটি অ্যান্ড্রয়েড ও সাতবছর ধরে সিকিউরিটি আপডেট দেবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং এবং Wireless PowerShare চার্জিং সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.