আজ বৃহস্পতিবার Samsung Galaxy S25 FE গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে ৫৭,৩০০ টাকা থেকে। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ২৪০০ চিপসেটের সাথে ৮ জিবি র্যাম পাওয়া যাবে। সাথে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি সাত বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। Samsung Galaxy S25 FE ডিভাইসে ৪৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy S25 FE এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬৫০ ডলার (প্রায় ৫৭,৩০০ টাকা)। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ৭১০ ডলার (প্রায় ৬২,৫৭০ টাকা)। ফোনটি আইসিব্লু, জেটব্ল্যাক, নেভি এবং হোয়াইট কালার অপশনে এসেছে। আপাতত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যামসাং ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে।
শীঘ্রই স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই এর ভারতে দাম এবং উপলব্ধতা সম্পর্কে জানানো হবে।
ডুয়েল সিমের সাথে আসা স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই মডেলে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত এবং ব্রাইটনেস ১৯০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি র্যাম ও এক্সিনস ২৪০০ প্রসেসর সহ এসেছে।
Samsung Galaxy S25 FE ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে চলবে। হ্যান্ডসেটের সাথে ছয় মাসের বিনামূল্যে Google AI Pro সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এতে গুগলের সার্কেল টু সার্চ, জেমিনি লাইভ এবং অন্যান্য এআই ফিচার উপস্থিত।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S25 FE এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। এই ক্যামেরা ৮কে ভিডিও রেকর্ড করতে পারবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি জেনারেটিভ এডিট এর মতো এআই-সমর্থিত এডিটিং টুল সহ এসেছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy S25 FE ফোনে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে Galaxy S24 FE এর তুলনায় ১০ শতাংশ বড় ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম পাওয়া যাবে। আর হ্যান্ডসেটটি ধুলো এবং জল প্রতিরোধী আইপি৬৮ রেটিং সহ এসেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.