Samsung তাদের ‘Fan Edition’ বা ‘FE’ সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচার অফার করে। ২০২৪ সালের অক্টোবরে Galaxy S24 FE বাজারে আনার পর, ফ্যানেরা অপেক্ষায় আছেন এর উত্তরসূরি Galaxy S25 FE এর জন্য। যদিও এখনো এর লঞ্চের তারিখ জানা যায়নি। তবে আজ একটি নয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে এতে এক্সিনোস ২৪০০ই (Exynos 2400e) চিপসেট ব্যবহার করা হবে।
এরপরই হতাশ হয়েছেন অনেক ব্যবহারকারী, কারণ Galaxy S24 FE-তেও একই চিপসেট ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ, নতুন মডেলে হার্ডওয়্যারের দিক থেকে বড় কোনো আপগ্রেড দেখা যাবে না। স্বাভাবিকভাবেই স্মার্টফোনটি বাজার দখলের ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারে।
তবে মনে রাখবেন যে, এটি এখনো আনঅফিশিয়াল তথ্য। স্যামসাংয়ের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, একই সূত্র এর আগে Galaxy XCover7 Pro এবং Galaxy Tab Active5 Pro সম্পর্কে সঠিক তথ্য দিয়েছিল। ফলে নয়া এই রিপোর্টকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল Galaxy Z Flip FE বা Z Flip7 FE মডেলেও এক্সিনোস ২৪০০ই চিপসেট থাকবে। তাই মনে করা হচ্ছে, ২০২৫ সালে স্যামসাং তাদের ‘FE’ সিরিজের ডিভাইসগুলোতেও এই চিপসেট ব্যবহার করবে। এখন দেখার নয়া এই রিপোর্ট কতটা সত্যি হয়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.