১২ হাজার টাকা সস্তা হল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এই Samsung ফোন, ফিচার জানলে খুশি হয়ে যাবেন

স্যামসাং তাদের প্রিমিয়াম স্মার্টফোনের উপর বাংলা নববর্ষের অফার ঘোষণা করল। এই অফারে সংস্থার প্রিমিয়াম ফোন Samsung Galaxy S25 Ultra-কম দামে কেনা যাবে। এই ডিভাইসে আছে ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ ও স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি প্রসেসর। তাই যারা অত্যাধুনিক ক্যামেরা ও শক্তিশালী পারফরম্যান্সের ফোন খোঁজ করছেন, তারা অফার কাজে লাগিয়ে এই ফোনটি বেছে নিতে পারেন।

Samsung Galaxy S25 Ultra এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,২৯,৯৯৯ টাকা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এর উপর ১২,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে, যার ফলে ফোনটি ১,১৭,৯৯৯ টাকায় কেনা যাবে। এই অফারটি টাইটেনিয়াম সিলভার ব্লু কালার অপশনের সাথে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে। এর নো কস্ট ইএমআই শুরু হবে ৩২৭৮ টাকা থেকে।

Samsung Galaxy S25 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ডিভাইসে আছে ৬.৯ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা আর্মার ২ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি প্রসেসর ও ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য Galaxy S25 Ultra স্মার্টফোনে আছে মোট চারটি রিয়ার ক্যামেরা, যেগুলি হল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল ৫x অপটিক্যাল জুম টেলিফটো লেন্স এবং ১০ মেগাপিক্সেলের ৩x অপটিক্যাল জুম টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি একাধিক AI-ভিত্তিক স্মার্ট ফিচার সহ এসেছে যেমন, রাইটিং অ্যাসিস্ট, ড্রয়িং অ্যাসিস্ট ও সার্কেল টু সার্চ ফিচার ইত্যাদি।