মোবাইল

Samsung Galaxy S25 Ultra বনাম Vivo X200 Pro : ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দৌড়ে সেরা কোনটা

Published on:

Samsung Galaxy S25 Ultra vs Vivo X200 Pro which flagship smartphone best for you

Samsung Galaxy S25 Ultra এবং Vivo X200 Pro দুই ফ্ল্যাগশিপ ফোনেই রয়েছে অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তি। পাশাপাশি দুর্দান্ত প্রসেসর এবং ব্যাটারি প্রযুক্তি দেওয়া হয়েছে ফোনগুলিতে। স্যামসাংয়ের নতুন ফোন বাজারে আসতেই তুমুল চর্চা শুরু হয়েছে টেক মহলে। এই ফোনের বিকল্প হিসাবে অনেকে ভাবছেন Vivo X200 Pro। কিন্তু দুই ফোনের দাম ও স্পেসিফিকেশনের বিচারে সেরা কোনটা? রইল তুলনা।

Samsung Galaxy S25 Ultra বনাম Vivo X200 Pro : দাম

Samsung Galaxy S25 Ultra এর ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজের দাম ১,২৯,৯৯৯ টাকা। অন্যদিকে, Vivo X200 Pro এর দাম ৯৪,৯৯৯ টাকা, যা Samsung মডেলের তুলনায় বেশ কম।

WhatsApp Community Join Now

Samsung Galaxy S25 Ultra বনাম Vivo X200 Pro : পারফরম্যান্স ও এআই ফিচার

Galaxy S25 Ultra- তে ১২ জিবি RAM এবং ১ টিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে Snapdragon ৮ Elite চিপ ব্যবহার করা হয়েছে, যা ভারী গেমিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারে বলে দাবি করেছে কোম্পানি। ডিভাইসটি স্যামসাং OneUI ৭ কাস্টম স্কিনের সাথে বেশ কয়েকটি নতুন এআই ফিচার অফার করবে, যা ব্যবহার করলে মনে হবে আপনি একটি Al স্মার্টফোন ব্যবহার করছেন।

অপরদিকে, Vivo X200 Pro মডেলে রয়েছে ১৬ জিবি পর্যন্ত RAM এবং ১ টিবি স্টোরেজ-সহ MediaTek Dimensity ৯৪০০ প্রসেসর। এটি আপনার দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং ভারী গেমিংয়ের ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম। এই ফোনেও বেশ কিছু এআই ফিচার রয়েছে, যা প্রতিদিনের কাজগুলিকে সহজ করে তোলে।

ব্যাটারির ক্ষেত্রে Samsung Galaxy S25 Ultra -তে রয়েছে ৫০০০mAh ক্যাপাসিটির ব্যাটারি,যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর Vivo X200 Pro -তে দেওয়া হয়েছে ৬০০০mAh ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে।

Samsung Galaxy S25 Ultra বনাম Vivo X200 Pro : ক্যামেরা

ফটোগ্রাফির ক্ষেত্রে, উভয় ডিভাইসেই উচ্চ-মানের সেন্সর আছে। স্যামসাংয়ের ফোনে পাবেন নতুন ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং আপগ্রেড করা ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫x অপটিক্যাল জুম-সহ একটি ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ৩x অপটিক্যাল জুম-সহ একটি ১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স।

অন্যদিকে, Vivo X200 Pro- তে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৩.৭x অপটিক্যাল জুম-সহ একটি ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স৷

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন