অপেক্ষার অবসান ঘটিয়ে জানুয়ারিতে বাজারে এসেছে Samsung Galaxy S25 সিরিজ। এআইয়ের হাত ধরে এই ফোন বাজারে এনে ব্যাপক সাড়া ফেলেছে স্যামসাং। তবে এই ফোনকে টক্কর দেওয়ার জন্য রয়েছে iPhone 16 সিরিজ। দুই প্রিমিয়াম স্মার্টফোনই ভারতে বেশ জনপ্রিয়। ফিচার ও স্পেসিফিকেশনের তুলনায় কোনটা সেরা, আসুন দেখা যাক।
Samsung Galaxy S25 বনাম iPhone 16 : দাম
Galaxy S25 এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ৮০,৯৯৯ টাকা থেকে। আর iPhone 16 এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম শুরু ৭৯,৯৯০ টাকা থেকে।
Samsung Galaxy S25 বনাম iPhone 16 : ডিজাইন ও ডিসপ্লে
Galaxy S25 মডেলে রয়েছে ৬.২ ইঞ্চি ডাইনামিক AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৬০০ নিটস পিক ব্রাইটনেস। আর iPhone 16 মডেলে পাবেন ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিটস পিক ব্রাইটনেস। এই ফোনে পাবেন ডাইনামিক আইল্যান্ড ফিচার।
Samsung Galaxy S25 বনাম iPhone 16 : ব্যাটারি ও পারফরম্যান্স
Galaxy S25 বেস মডেলে দেওয়া হয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। iPhone 16 এর বেস মডেলে পাওয়া যাবে ৩৫৬১mAh ব্যাটারি ক্যাপাসিটি ও ২০ ওয়াট চার্জিং। পারফরম্যান্সের দিক দিয়ে গ্যালাক্সিতে রয়েছে সর্বশেষ Snapdragon 8 Elite প্রসেসর, আর আইফোনে রয়েছে অ্যাপলের নিজস্ব A18 বায়োনিক চিপ।
Samsung Galaxy S25 বনাম iPhone 16 : ক্যামেরা
Samsung Galaxy S25 ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সঙ্গে ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং ৩x জুম-সহ ১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। অপরদিকে, iPhone 16 হ্যান্ডসেটে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। দুই স্মার্টফোনের সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।