Samsung Galaxy FE সিরিজ সাধারণত বাজেট ফ্রেন্ডলি দামে বাজারে আসে। ফ্ল্যাগশিপ ফোনগুলির বিকল্প হিসাবে পরিচিত এই সিরিজ। অপেক্ষাকৃত কম দামে উন্নত ফিচার্স অফার করার জন্য বেশ জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এবার সাশ্রয়ী মূল্যের ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন আনতে চলেছে বলে জল্পনা শোনা যাচ্ছে। এটি Samsung Galaxy Z Flip FE নামে লঞ্চ হতে পারে। এখন ডিভাইসটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এটি Galaxy Z Flip 6- এর অনেক বৈশিষ্ট্য ধরে রাখবে বলে দাবি করা হয়েছে।
পান্ডাফ্ল্যাশ নামে একজন টিপস্টার তার এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে বলেছেন, স্যামসাং একটি নতুন ফ্লিপ-সিরিজের প্রোটোটাইপ পরীক্ষা করছে। যার চূড়ান্ত নাম অজানা হলেও এটি গ্যালাক্সি জেড ফ্লিপ এফই হতে পারে বলে বোঝা যাচ্ছে। প্রোটোটাইপ মডেলেও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর মতো একই অতি-পাতলা কাচ (UTG) এবং হিঞ্জ (কব্জা) মেকানিজম রয়েছে।
Galaxy Z Flip FE-তেও ৬.৭ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে থাকতে চলেছে বলে তাঁর দাবি। টেস্ট মডেলটির পিক ব্রাইটনেস পৌঁছতে পারে ২৬০০ নিটে। ভালো ইমেজিং ক্ষমতা প্রদানের জন্য ডিভাইসটিতে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, স্যামসাং এই প্রোটোটাইপে Snapragon চিপসেটের পরিবর্তে নিজস্ব Exynos প্রসেসর ব্যবহার করছে। ফোনটি আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দিয়ে তৈরি, যা স্থায়িত্বের প্রতিশ্রুতি দেয়।
স্যামসাং গ্যালাক্সি এফই-র অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকছে ওয়াই-ফাই 6E সাপোর্ট এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। এতে জেড ফ্লিপ ৬-এর মতোই সেলফি ক্যামেরা ও স্পিকার দেখা যাবে। ডিভাইসটি পরীক্ষামূলকভাবে ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনের প্রাথমিক সংস্করণে রান করছে। যদিও কমার্শিয়াল লঞ্চের উদ্দেশ্যেই এই প্রোটোটাইপটি বানানো হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.