স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোনের টিজার অবশেষে প্রকাশ করল। তবে টিজারে কেবল Galaxy Z Fold 7 Ultra মডেলকে দেখা গেছে। যদিও এর সঙ্গে Galaxy Z Fold 7, Z Flip 7 এবং Z Flip 7 FE ফোন তিনটিও বাজারে আসবে বলে আমাদের বিশ্বাস। এই তিনটি ফোল্ডেবল ডিভাইসকে ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে।
রিপোর্ট অনুযায়ী, নিউ ইয়র্কে আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের শুরুতেই অনুষ্ঠিত হতে চলা গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে পর্দা উঠতে পারে এই ফোল্ডেবল ফোনগুলির উপর থেকে। যদিও এই ইভেন্টের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ আল্ট্রা ফোল্ডেবল স্মার্টফোনের কথা বললে, নতুন এই মডেলটি আগের সব গ্যালাক্সি ফোল্ড ডিভাইসের তুলনায় অনেকটাই স্লিম হবে। যদিও ডিভাইসটি কতটা পুরু হবে তা এখনও কোম্পানির তরফে জানানো হয়নি, তবে কয়েকটি রিপোর্টে বলা হয়েছে এটি গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর (৫.৬এমএম) থেকেও পাতলা হবে। এমনকী, বিশেষ এডিশন Fold Special Edition (৪.৯এমএম)-এর থেকেও পাতলা হবে এটি।
শুধু পাতলা ডিজাইন নয়, Samsung Galaxy Z Fold 7 Ultra এর ক্যামেরাতেও বড় আপগ্রেড দেখা যাবে। এটি Vivo X Fold 3 Pro এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। উল্লেখ্য, ভিভোর এই ফোন ক্যামেরা পারফরম্যান্সের জন্য বেশ প্রশংসিত হয়েছে।
এদিকে অনেকেই বলছেন আসন্ন ফোনটি দেখতে অনেকটা W25 Fold Special Edition-এর মতো হতে পারে, যা স্যামসাং আগের বছর শুধুমাত্র চীন ও দক্ষিণ কোরিয়ায় লঞ্চ করেছিল। সেই ফোনে ছিল ৮ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং ৬.৫ ইঞ্চি কভার স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১৬ জিবি র্যাম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.