Tecno সম্প্রতি ভারতে তাদের Pova Curve 5G বাজারে এনেছে। এবার শোনা যাচ্ছে, কোম্পানি তাদের পরবর্তী সিরিজ, অর্থাৎ Pova 7 আনতে চলেছে। সম্প্রতি গুগল প্লে কনসোল-এর ডেটাবেসে Pova 7 ও Pova 7 Ultra মডেল দুটিকে খুঁজে পাওয়া গেছে। শুধু তাই নয়, নয়া একটি রিপোর্টের মাধ্যমে আল্ট্রা মডেলটির লঞ্চের টাইমলাইন ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।
গুগল প্লে কনসোলে LJ7 ও LJ9 মডেল নম্বরের দুটি ডিভাইস তালিকাভুক্ত হয়েছে, মনে করা হচ্ছে এর মধ্যে LJ7 মডেল নম্বরটি হবে Pova 7 5G, আর LJ9 মডেল নম্বরটি হবে Ultra ভ্যারিয়েন্ট। দুটি ফোনেই থাকতে পারে ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। বেস মডেলে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ বা ৭৩০০এক্স প্রসেসর।
গতবছরের মার্চ ও সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল পোভা ৬ প্রো ৫জি ও পোভা ৬ নিও ৫জি। এদের উত্তরসূরি হিসেবে টেকনো পোভা ৭ সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে আপাতত দুটি মডেল বাজারে আসবে – টেকনো পোভা ৭ ও পোভা ৭ আল্ট্রা।
এদিকে জনপ্রিয় টিপস্টার পারাস গুগলানি (@passionategeekz) সম্প্রতি একটি X পোস্টে দাবি করেছেন, টেকনো পোভা ৭ আল্ট্রা ৫জি খুব সম্ভবত জুন মাসেই বাজারে আসছে। যদিও তিনি নির্দিষ্ট তারিখ জানাননি, তবে অনুমান করা হচ্ছে যে মাসের শেষের দিকেই এর উপর থেকে পর্দা সরানো হবে।
টিপস্টার টেকনো পোভা ৭ আল্ট্রা ৫জি এর যে রেন্ডার শেয়ার করেছেন, তাতে দেখা গেছে ফোনটির পিছনে রয়েছে ট্রায়াঙ্গুলার ক্যামেরা সেটআপ, যার চারপাশে দেখা যাবে এলইডি লাইট স্ট্রিপ। আগেই টেকনোর একটি অফিসিয়াল টিজারেও এই ডিজাইনের ইঙ্গিত মিলেছিল।
টেকনো পোভা ৭ আল্ট্রা ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপসেট দ্বারা। সঙ্গে থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে দেওয়া হতে পারে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.