Smartphone: ৫০০০ টাকায় ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫০০০mAh ব্যাটারির ফোন, ৩ বছর নিশ্চিন্তে চলবে

আগামীকাল থেকে শুরু হবে অ্যামাজনের প্রাইম ডে সেল। আর এই সেলে নতুন স্মার্টফোন কেনার সেরা সুযোগ পাওয়া যাবে। যারা খুব অল্প বাজেটের মধ্যে, একেবারে এন্ট্রি-লেভেল ফোন খুঁজছেন তাদের জন্য সেলে রয়েছে একটা চমৎকার ডিল। প্রায় ৫,০০০ টাকায় Amazon Prime Day সেলে বিক্রি হবে Tecno Pop 9। এই ফোনে আছে ফাস্ট চার্জিং সাপোর্ট, হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ অনেক কিছু।
৫০০০ টাকার কাছাকাছি দামে কিনতে পারবেন Tecno Pop 9
দাম কম হওয়ার কারণে ফিচারে কমতি থাকবে এমন ভাবনা ভুল প্রমাণ করেছে টেকনো পপ ৯ । সংস্থাটি দাবি করেছে, এই ডিভাইস অন্তত তিন বছর পর্যন্ত নির্বিঘ্নে ব্যবহার করা যাবে। অর্থাৎ তেমন কোনো হ্যাং বা ল্যাগের সমস্যা এতে দেখা যাবে না। আর এতে আছে IR ব্লাস্টার। ফলে TV, এসি বা অন্য ঘরোয়া ডিভাইস চালানোর জন্য এটি রিমোটের কাজ করতে পারবে। পাশাপাশি এই স্মার্টফোনে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে।
Tecno Pop 9 ফোনের সাথে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার
এখন প্রশ্ন হল, এত কম দামে টেকনো পপ ৯ কোথায় কেনা যাবে? এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি, Amazon-এ লিমিটেড টাইম অফারের ফোনটি ৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে এসবিআই ও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এরপর স্মার্টফোনটির দাম ৫ হাজার টাকার আশেপাশে চলে আসবে। এর সঙ্গে থাকছে নো-কস্ট ইএমআই-এর সুবিধাও।
যদিও অফার এখানে শেষ নয়। যাদের পুরোনো ফোন আছে, তারা চাইলে টেকনো পপ ৯ কেনার সময় এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারেন। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৫,৬৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে, তবে সেটা আপনার পুরোনো ফোনের মডেল ও অবস্থার উপর নির্ভর করবে।
Tecno Pop 9 এর স্পেসিফিকেশন ও ফিচার
Tecno Pop 9 ডিভাইসে আছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক জি৫০ চিপসেট, সঙ্গে ৩ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে আরও বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য এতে ১৩ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আর সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যখ ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।