মোবাইল

সস্তায় চমৎকার ফিচার, এক সাথে বাজারে আসছে Tecno Spark 40, Spark 40 Pro, 40 Plus মডেল

Updated on:

Tecno Spark 40 pro spark 40 pro plus Spotted eec certification launch soon

Tecno শীঘ্রই Spark 40 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তবে সংস্থার তরফে এখনও কোনও লঞ্চের তারিখ জানানো হয়নি, যদিও নতুন মডেলগুলি ইতিমধ্যেই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে। উল্লেখ্য, Tecno Camon 40 সিরিজ এই মাসের শুরুতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এবার Spark 40 সিরিজ বাজারে আসার পালা। আসুন নতুন সিরিজ সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Tecno Spark 40 সিরিজের পেল EEC সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন

আলোচ্য সিরিজের টেকনো স্পার্ক ৪০, টেকনো স্পার্ক ৪০ প্রো এবং টেকনো স্পার্ক ৪০ প্রো+ ইইসি সার্টিফিকেশন সাইটে যথাক্রমে কেএম৫, কেএম৬ এবং কেএম৭ মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। Tech Outlook এই তথ্য জানিয়েছে। তবে সার্টিফিকেশন সাইট থেকে আসন্ন ফোনগুলির স্পেসিফিকেশন, দাম বা ডিজাইনের মতো কোনো তথ্য সামনে আসেনি। তবুও, আমরা নিশ্চিত যে টেকনো শীঘ্রই নতুন ফোন তিনটি লঞ্চ করতে চলেছে।

সার্টিফিকেশন সাইটে টেকনো স্পার্ক ৪০, টেকনো স্পার্ক ৪০ প্রো এবং টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস ডিভাইস তিনটি নাম ও মডেল নম্বর সহ উপস্থিত হয়েছিল। হ্যান্ডসেট তিনটি স্পার্ক ৩০ সিরিজের উত্তরসূরি হিসেবে আসবে, যার মধ্যে স্পার্ক ৩০, স্পার্ক ৩০ প্রো, স্পার্ক ৩০ ৫জি এবং স্পার্ক ৩০ সি ৫জি ফোন ছিল।

যাইহোক, Tecno Spark 40 সিরিজ সম্পর্কে আপাতত এই তথ্যগুলিই সামনে এসেছে। আশা করা যায় শীঘ্রই ডিভাইসগুলিকে অন্যান্য সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং এদের সম্পর্কে আরও তথ্য জানা যাবে।