টেকনো আজ ভারতে লঞ্চ করল তাদের স্পার্ক সিরিজের নতুন ফোন Tecno Spark Go 2। এটি গত বছরের Spark Go-এর আপগ্রেডেড ভার্সন হিসেবে এসেছে। এর দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কম। যারা কম দামে ভালো ডিসপ্লে, বড় ব্যাটারি আর আধুনিক ফিচারের ফোন খোঁজ করছেন তাদের জন্য Tecno Spark Go 2 হতে পারে আদর্শ বিকল্প। এতে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, অক্টা কোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
টেকনো স্পার্ক গো ২ এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। এটি ইঙ্ক ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে, ভেইল হোয়াইট এবং টারকোয়েস গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। Flipkart থেকে আগামী ১ জুলাই ফোনটির বিক্রি শুরু হবে।
টেকনো স্পার্ক গো ২ মডেলে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডট-ইন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ডায়নামিক পোর্ট ফিচার উপস্থিত, যা নোটিফিকেশনগুলিকে স্টাইলিশভাবে দেখাবে। এটি IP64 রেটিং সহ আসায়, ধুলো ও জলেথ ছিটে থেকে সুরক্ষা দেবে।
টেকনো স্পার্ক গো ২ ফোনে ব্যবহার করা হয়েছে মালি-জি৫৭ এমপিআই জিপিইউ সহ UNISOC T7250 অক্টা-কোর প্রসেসর। এতে ৪ জিবি ফিজিক্যাল র্যামের পাশাপাশি ৪ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইওএস ১৫ কাস্টম স্কিনে। টেকনোর দাবি, ডিভাইসটি টানা চার বছর পর্যন্ত ল্যাগ ফ্রি এক্সপেরিয়েন্স দেবে।
Tecno Spark Go 2 স্মার্টফোনের পিছনে আছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেটাও ডুয়াল ফ্ল্যাশসহ। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। সাউন্ডের জন্য রয়েছে DTS সাউন্ডসহ ডুয়াল স্টেরিও স্পিকার।
পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark Go 2 স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর একটি বিশেষ ফিচার হল ‘No Network Communication’, যার মাধ্যমে ইন্টারনেট না থাকলেও কিছু জরুরি কমিউনিকেশন সম্ভব হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.