মিডরেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে ভারতীয়দের কাছে প্রচুর বিকল্প রয়েছে। যেকারনে নিজের জন্য সঠিক মডেল খুঁজে পাওয়া যথেষ্ট চাপের। তবে চিন্তা করবেন না। আপনার সমস্যা সমাধানের জন্য আমরা আছি। এখানে আমরা 30,000 টাকার কম দামে উপলব্ধ সেরা স্মার্টফোনের লিস্ট শেয়ার করতে চলেছি।
Realme GT 6T
পারফরম্যান্সের দিক থেকে এই মিডরেঞ্জ ফোনটি দুর্দান্ত এবং স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3 চিপসেটের সাথে বাজারে উপস্থিত। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি বিক্রি হচ্ছে 25,698 টাকায়।
Motorola Edge 50 Pro
কার্ভড ডিসপ্লে সহ আসা এই মোটোরোলা ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3 প্রসেসর দ্বারা চালিত এবং এর দাম 27,999 টাকা।
Motorola Edge 50 Neo
মোটোরোলা ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর দ্বারা চালিত এবং এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.4-ইঞ্চি LTPO P-OLED ডিসপ্লে রয়েছে। এটির দাম শুরু হয়েছে 21,999 টাকা থেকে।
Poco F6
পোকো স্মার্টফোনটি 24,999 টাকা থেকে কেনা যাবে এবং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর। সেলফি ও ভিডিও কলিংয়ের ডিভাইসে রয়েছে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
OnePlus Nord 4
মেটাল বডি সহ আসা এই স্মার্টফোনটি 27,549 টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত আছে। এটি স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3 প্রসেসর দ্বারা চালিত এবং 5500mAh ব্যাটারি সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস ফোনে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে।
Samsung Galaxy S21 FE
কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর সহ আসা স্যামসাং ফোনটি 29,985 টাকায় পাওয়া যাচ্ছে এবং এতে 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
OnePlus 11R 5G
কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট দ্বারা চালিত এই ওয়ানপ্লাস ফোনে 50MP ট্রিপল ক্যামেরা সিস্টেম বর্তমান। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি আছে। এর দাম রাখা হয়েছে 28,999 টাকা।
Poco X6 Pro
পোকো স্মার্টফোনে 6.67-ইঞ্চি ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং প্রিমিয়াম ফিনিস ডিজাইন রয়েছে। আর 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসা এই ফোনের দাম 20,999 টাকা।
Redmi Note 13 Pro Plus 5G
রেডমি নোট 13 প্রো প্লাস 5G ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত এবং ভাল ফটোগ্রাফির জন্য 200MP ক্যামেরা আছে। ফোনটির দাম শুরু হচ্ছে 25,899 টাকা থেকে।
Redmi Note 14 Pro
রেডমি স্মার্টফোনটির দাম 24,999 টাকা এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত। এতে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে।