মোবাইল

DSLR এর মতো ছবি তুলবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা এই ৬ সস্তা ফোন

Published on:

Top 6 cheapest Smartphones with 200 megapixel camera under 30000

আপনি যদি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে বেশ কয়েকটি বিকল্প আপনার জন্য উপলব্ধ রয়েছে। আর এই বিকল্পগুলি মিড রেঞ্জ সেগমেন্টে পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা ফোনগুলির একটি তালিকা শেয়ার করতে চলেছি। এরমধ্যে থেকে আপনি নিজের জন্য সঠিক মডেলটি বেছে নিতে পারবেন।

২০০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন

Redmi Note 13 Pro 5G

রেডমি নোট লাইনআপের এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ২০০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনের দাম ১৮,৭৪৭ টাকা।

WhatsApp Community Join Now

Redmi Note 13 Pro+ 5G

রেডমি নোক ১৩ প্রো প্লাস ৫জি ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর আছে। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা ডিভাইসটি ২১,৮২৩ টাকায় কেনা যাবে।

Redmi Note 12 Pro+

এই পুরানো রেডমি ডিভাইসে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এর ব্যাক প্যানেলে রয়েছে ২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা।

আরও পড়ুনঃ ডিসপ্লে-ক্যামেরায় সেরা, বাজারে ঝড় তুলতে আসছে Poco F7 Pro ও F7 Ultra স্মার্টফোন

Honor 90 5G

অনার ৯০ ৫জি স্মার্টফোনের ব্যাক প্যানেলে ২০০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসা স্মার্টফোনটির দাম ২৭,৯৯৯ টাকা।

Motorola Edge 30 Ultra

মোটোরোলার এই ফোনের ব্যাক প্যানেলে পাওয়া যাবে ২০০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এই ফোনটি ২৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Realme 11 Pro Plus

কার্ভড ডিসপ্লে সহ আসা ডিভাইসটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করে। এতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই ডিভাইসটি ২৮,৯৯০ টাকায় কেনা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন