নতুন বছরে আপনি যদি 20,000 টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান তাহলে Motorola G85 5G আপনার জন্য সেরা হতে পারে। ফিচারের প্রাচুর্যের পাশাপাশি ডিভাইসটি ফ্লিপকার্টে লোভনীয় ডিল সহ এখন বিক্রি হচ্ছে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসা এই মোটোরোলা ফোনের 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা। তবে ফ্লিপকার্টে এটি আরও 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টে উপলব্ধ। এর জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
Motorola G85 5G এর উপর রয়েছে আরো অফার
আবার মোটোরোলা G85 5G কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 1950 টাকা ক্যাশব্যাকও মিলবে। এর ইএমআই শুরু হবে 704 টাকা থেকে। পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 19,400 টাকা পর্যন্ত ছাড় মিলবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারের ভ্যালু আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
Motorola G85 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
মোটোরোলা G85 5G ডিভাইসের সামনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি ফুল এইচডি + 3D কার্ভড পোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5। মোটোরোলা ফোনটি স্ন্যাপড্রাগন 6s জেন 3 চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত।
এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh। এই ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই মোটোরোলা ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।