পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনল Unihertz। সংস্থাটি সম্প্রতি ফিজিক্যাল QWERTY কিবোর্ড সহ Titan 2 অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করেছে। ডিজাইনে পুরানো দিনের ছোঁয়া থাকলেও, এই ফোনে রয়েছে আধুনিক সমস্ত ফিচার। Unihertz Titan 2 এসেছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, মিডিয়াটেক প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে। এতে ৫০৫০ এমএএইচ ব্যাটারি ও ডুয়েল ডিসপ্লে আছে। আসুন এই ডিভাইসের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ইউনিহার্টজ টাইটান ২ ফোনটি এখন কিকস্টার্টারে প্রি-অর্ডার করা যাচ্ছে। শুরুতে আর্লি বাড অফারে এটি কেনা যাবে ২৬৯ ডলারে (প্রায় ২৩,১৬৩ টাকায়)। যদিও এর আসল দাম রাখা হয়েছে ৩৯৯ ডলার (প্রায় ৩৪,৩৫৮ টাকা)।
ইউনিহার্টজ টাইটান ২ ফোনের সামনে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে, যার রেজোলিউশন ২কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর পিছনের ক্যামেরা মডিউলের মধ্যে দেওয়া হয়েছে হয়েছে আরেকটি ছোট ২ ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে। এই স্ক্রিনে নোটিফিকেশন, উইজেট বা সেলফি প্রিভিউ দেখা যাবে।
Unihertz Titan 2 এর QWERTY কিবোর্ডটা আগের চেয়ে অনেক বেশি ইউজার-ফ্রেন্ডলি। এতে সুনির্দিষ্ট ট্যাকটাইল ফিডব্যাক, সুইপ জেসচার এবং কাস্টম শর্টকাট সাপোর্ট রয়েছে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। ডিভাইসটি ১২ জিবি LPDDR5 র্যাম ও ৫১২ জিবি UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Unihertz Titan 2 স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, যা ৩.৪এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি মাত্র ১০.৮ মিমি পুরু এবং ওজন ২৩৫ গ্রাম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.