মোবাইল

৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা সহ ১৬ জিবি র‌্যাম, Vivo T3 Pro 5G সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে

ভিভো টি৩ প্রো ৫জি ফোন এখন ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে ৭,০০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।

Published on:

Vivo T3 Pro 5G with 16mp front camera 16gb ram Flipkart omg gadgets sale offer price

অঙ্কিতা মন্ডল, কলকাতা: ভিভোর টি সিরিজের স্মার্টফোনগুলি বাজারে এখন ব্যাপক জনপ্রিয়। সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার এই সিরিজের ডিভাইসগুলির ইউএসপি। আপনি যদি এই সিরিজের কোনো ফোন কিনতে চান, তাহলে আমরা Vivo T3 Pro 5G নিতে বলবো। এই হ্যান্ডসেটটি এখন ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে ৭,০০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। আসুন এরপর এটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Vivo T3 Pro 5G এর দাম ও ফ্লিপকার্ট সেলে অফার

ভিভো টি৩ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে এটি কম দামে পাওয়া যাচ্ছে। ফোনটি এখন ফ্লিপকার্টে ২৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আরও ২,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Vivo T3 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৩ প্রো ৫জি ফোনে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস পর্যন্ত। এর রেজোলিউশন ২৩৯২x১০৮০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে চলবে। এটি ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ এসেছে।

Vivo T3 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।