বাজারে কাঁপাতে লঞ্চ হল Vivo T4 5G, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সহ রয়েছে ৭৩০০mAh ব্যাটারি

ভিভো আজ ভারতে তাদের T সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Vivo T4 5G লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে ২১,৯৯৯ টাকা থেকে। এটি সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারির সহ এসেছে। এতে পাওয়া যাবে ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৫০০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সেন্সর ও স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর। আসুন Vivo T4 5G এর ভারতে দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo T4 5G এর দাম ও সেলের তারিখ
ভিভো টি৪ ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৩,৯৯৯ টাকা। আবার এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ২৫,৯৯৯ টাকায়।
ফোনটি দুটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে – এমারেল্ড ব্লেজ ও ফ্যান্টম গ্রে।
ভিভো টি৪ ৫জি এর প্রথম সেল শুরু হবে ২৯ এপ্রিল দুপুর ১২টা থেকে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এইচডিএফসি, এসবিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ২,০০০ টাকা বোনাস পাওয়া যাবে। এছাড়া ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে।
Vivo T4 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো টি৪ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৫০০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট। এটি LPDDR5x র্যাম এবং UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য Vivo T4 5G এর পিছনে রয়েছে Sony IMX882 সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স উপস্থিত। প্রাইমারি ক্যামেরায় ওআইএস সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। কোম্পানির দাবা এই প্রযুক্তি মাত্র ৩৩ মিনিটে ৫০% এবং ৬৫ মিনিটে ব্যাটারি সম্পূর্ণ চার্জ করে দেবে।
বিল্ড কোয়ালিটির কথা বললে, ডিভাইসটি মিলিটারি গ্রেড রেজিস্ট্যান্স এবং IP65 রেটিং সহ এসেছে। ডিসপ্লের সুরক্ষার জন্য শিল্ড গ্লাস দেওয়া হয়েছে। Vivo T4 5G স্মার্টফোনে এআই ইরেজার, লাইভ টেক্সট, সার্কেল টু সার্কেল সহ একাধিক স্মার্ট ফিচার উপস্থিত।