ভিভো সম্প্রতি ভারতে T4 সিরিজের নতুন ফোন হিসেবে Vivo T4 Ultra লঞ্চ করেছে। তবে শীঘ্রই এই সিরিজে আরও একটি ডিভাইস অন্তর্ভুক্ত হতে চলেছে, যার নাম Vivo T4 Lite 5G। এই স্মার্টফোনটি তাদের জন্য আনা হচ্ছে যারা ১০,০০০ টাকার রেঞ্জে ভালো স্পেসিফিকেশনের ডিভাইস খোঁজ করছেন। আজ জনপ্রিয় এক টিপস্টারের দৌলতে এই ফোনের মুখ্য ফিচারগুলি সামনে এসেছে।
টিপস্টারের দাবি, ভিভো টি৪ লাইট ৫জি শীঘ্রই ভারতে পা রাখবে। এটি ভিভো টি৩ লাইট-এর উত্তরসূরি হিসেবে আসবে, যার ভারতে লঞ্চের সময় দাম ছিল ১০,৪৯৯ টাকা। আশা করা হচ্ছে টি৪ লাইট ৫জি-এর দামও প্রায় একইরকম রাখা হতে পারে।
টিপস্টার জানিয়েছেন, ভিভো টি৪ লাইট ৫জি স্মার্টফোনে থাকবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
ফটোগ্রাফির জন্য এর পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।
এই স্পেসিফিকেশনগুলি যদি সঠিক হয়, তাহলে বলতে দ্বিধা নেই যে Vivo T4 Lite 5G বাজেট সেগমেন্টে একটি দুর্দান্ত স্মার্টফোন হবে। তবে এখনও এই ডিভাইসকে কোনো সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া এর দাম ও লঞ্চের তারিখ সম্পর্কেও ভিভোর তরফে কিছু ঘোষণা করা হয়নি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.