আসছে Vivo T4 Ultra, জুনে লঞ্চ, তার আগেই ফাঁস দাম সহ ক্যামেরা ফিচার

ভিভো শীঘ্রই T সিরিজে অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Vivo T4 Ultra। এটি Vivo T3 Ultra-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে‌। আশা করা যায় ডিভাইসটি উন্নত ফিচার ও আকর্ষণীয় স্পেসিফিকেশন অফার করবে। সম্প্রতি Vivo T4 Ultra ফোনকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ফলে এটা নিশ্চিত যে, শীঘ্রই এটি ভারত সহ বিভিন্ন বাজারে পা রাখবে।

Vivo T4 Ultra এর লঞ্চের সময় ও দাম

যদিও ভিভো এখনো টি৪ আল্ট্রা-এর লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ফোনটি আগামী মাসে অর্থাৎ জুনে ভারতের বাজারে লঞ্চ হতে পারে। এর সম্ভাব্য দাম রাখা হতে পারে প্রায় ৩৪,০০০ টাকা। উল্লেখ্য ভিভো টি৩ আল্ট্রা এর মূল্য ৩১,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছিল।

Vivo T4 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৪ আল্ট্রা ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হবে এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল ৩এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স, ১০এক্স টেলিফটো ম্যাক্রো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। আবার এই ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি কোয়াড-কার্ভড pOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫,০০০ নিটস ব্রাইটনেস অফার করবে।

এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট, সঙ্গে থাকবে ৮ জিবি র‌্যাম। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ সফটওয়্যার। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, ৪৪ ওয়াট বা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।