মোবাইল

এবার গ্লোবাল ফোন আনছে Vivo, বিক্রি হবে বিশ্বের বিভিন্ন প্রান্তে

Updated on:

Vivo v40 lite FCC sirim nbtc certification global launch imminent

Vivo V50 আকর্ষণীয় ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। আপাতত একটা ফোন আনলেও এই সিরিজের অধীনে আরও কিছু মডেল বাজারে আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। Vivo V50 Pro ও V50 Lite কবে আত্মপ্রকাশ করবে এখনও জানা যায়নি, তবে দ্বিতীয় স্মার্টফোনটি এখন একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এর অর্থ হল, ডিভাইসটি লঞ্চ হতে আর বেশি দেরি নেই।

Vivo V50 Lite সম্প্রতি V2440 মডেল নম্বরের সঙ্গে মালয়েশিয়ার SIRIM, আমেরিকার FCC, এবং থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশনে হাজির হয়েছে। এফসিসি লিস্টিং ফোনটিতে LTE, 5G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ এবং NFC সহ সমস্ত স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি অপশনের জন্য সাপোর্ট নিশ্চিত করেছে। এতে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। তবে চার্জিং স্পিড এবং অন্যান্য স্পেসিফিকেশন অজানা রয়ে গিয়েছে।

মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন খুব বেশি কিছু প্রকাশ করেনি, শুধু সে দেশে ডিভাইসটির লঞ্চ নিশ্চিত করেছে। থাইল্যান্ডের NBTC-এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যা সেখানে ভিভোর ফোনটির লঞ্চ নিশ্চিত করেছে। প্রচুর সার্টিফিকেশন পাওয়ার ফলে Vivo V50 Lite লঞ্চ হতে বেশি দেরি নেই। ফোনটির কী কী অফার করবে তার ধারণা পেতে পূর্বসূরী মডেলের সংক্ষিপ্ত স্পেসিফিকেশন দেখা যেতে পারে।

গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Vivo V40 Lite মডেলে ৬.৭৮ ইঞ্চি FHD+ অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, Snapdragon 6 Gen 1 প্রসেসর, ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং, আইপি৬৪ ওয়াটার রেজিট্যান্স রয়েছে।