বড় সুখবর! পিছন ও সামনে চার ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Vivo V40 Pro হল অনেক সস্তা

ভালো সেলফি ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে সুখবর। Vivo তাদের একটি স্মার্টফোনের সাথে লোভনীয় অফার দিচ্ছে। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo V40 Pro ফোনটি কম দামে বিক্রি হচ্ছে। এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ছাড় সহ ৪৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। আবার অফিসিয়াল ওয়েবসাইটে এটি ৩ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার সহ পাওয়া যাচ্ছে।
অন্যান্য অফার
এছাড়াও ছাত্রদের জন্য Vivo চালু করেছে বিশেষ স্টুডেন্ট প্রোগ্রাম অফার, যেখানে স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত ১ হাজার টাকা ছাড় পাবে। পাশাপাশি, পুরনো ফোন এক্সচেঞ্জ করেও Vivo V40 Pro কেনা যাবে। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ মূল্যের পরিমাণ নির্ভর করবে পুরনো ফোনটির ব্র্যান্ড, অবস্থা এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
ফিচার এবং স্পেসিফিকেশন
ভিভো ভি৪০ প্রো ডিভাইসে আছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৮০০x১২৬০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লে ৪৫০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে ভিভো ভি৪০ প্রো স্মার্টফোনে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত। এগুলি হল প্রাইমারি লেন্স, আল্ট্রা-ওয়াইড লেন্স এবং টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি IP68 রেটিংসহ জল ও ধুলো প্রতিরোধী রেটিং সহ এসেছে।