মোবাইল

ভিভোর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দারুণ ফোন ভারতে আসছে, ফাঁস হল দাম

Published on:

vivo v50 india price specifications leak launch details

Vivo X200 সিরিজের লঞ্চ ঘিরে যখন উচ্ছ্বাস কমতে শুরু করেছে, ঠিক তখনই চীনা স্মার্টফোন সংস্থাটি ভারতে আরেকটি নতুন ফোন রিলিজের পরিকল্পনা করছে বলে খবর সামনে এসেছে। Vivo V50 এই মাসের মাঝামাঝি সময়ে দেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।।অনলাইনে নানা তথ্য ভাসলেই এই প্রথম ডিভাইসটির দাম ফাঁস হয়েছে। পাশাপাশি, কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Vivo V50 ভারতে কত টাকায় লঞ্চ হবে

টিপস্টার অভিষেক যাদবের দাবি, ভিভো ভি৫০-এর দাম ভারতে ৩৭,৯৯৯ টাকার আশেপাশে থাকতে পারে। মূল্য ৪০,০০০ টাকার মধ্যেই থাকবে। তুলনাস্বরূপ, গত বছর ভিভো ভি৪০ লঞ্চ হয়েছিল ৩৪,৯৯৯ টাকা। এটি ছিল ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজের মূল্য। আর ১২ জিবি+৫১২ জিবি মেমরির দাম ছিল ৪১,৯৯৯ টাকা।

WhatsApp Community Join Now

Vivo V50: স্পেসিফিকেশন

ভিভো ভি৫০ স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি কোয়াড-কার্ভড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রগন ৭ জেন ৩ প্রসেসর দ্বারা পরিচালিত হতে পারে। খবরটি সত্য হলে এই নিয়ে পরপর তিন বছর ভিভো ভি সিরিজের প্রসেসর অপরিবর্তিত থাকতে চলেছে। ভি৩০ এবং ভি৪০-এও একই চিপসেট ব্যবহার হয়েছে। ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ১৫ কাস্টম প্রি-ইনস্টলড থাকতে পারে।

Vivo V50-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং সামনে ৫০ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা দেখা যাবে। ফোনের ব্যাটারি ডিপার্টমেন্টে বড় আপগ্রেড থাকছে। পূর্বসূরী মডেলের ৫,৫০০ এমএএইচ ব্যাটারির তুলনায় এই আপগ্রেড ভার্সনে ৬,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে। এছাড়া, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং আইপি৬৮ বা আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স রেটিং থাকার সম্ভাবনা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন