Oppo Reno 14 থেকে OnePlus 13R, জনপ্রিয় Vivo V50 ফোনের সেরা পাঁচ বিকল্প দেখুন

ভারতীয় বাজারে মিড-রেঞ্জ সেগমেন্টে ব্যাপক প্রতিযোগিতা চলছে। প্রায় সমস্ত ব্র্যান্ড এই রেঞ্জে তাদের সেরা ডিভাইস লঞ্চ করছে। এই সেগমেন্টে জনপ্রিয় একটি ডিভাইস হল Vivo V50। অত্যাধুনিক ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ আসার কারণে এই ফোনটি ক্রেতাদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। তবে আপনি যদি এই স্মার্টফোনটি না কিনতে চান, তাহলেও বিকল্পের অভাব নেই। এই প্রতিবেদনে আমরা Vivo V50 এর সেরা পাঁচটি বিকল্প সম্পর্কে বলবো।
Realme GT 7
রিয়েলমি জিটি ৭ ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই প্রসেসর। এর সামনে দেখা যাবে বড় LTPO ডিসপ্লে, যা চোখের জন্য আরামদায়ক। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স উপস্থিত, যা ভিভো ভি৫০ ফোনে নেই। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এতে ৪ বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট আসবে।
OnePlus 13R
ওয়ানপ্লাস ১৩আর ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, যেটা ভিভো ভি৫০ এর চেয়ে উন্নত। সাথে পাওয়া যাবে LTPO ৪.১ ডিসপ্লে, যা গরিলা গ্লাস ৭আই এবং আল্ট্রা এইচডিআর সাপোর্ট করবে। ক্যামেরা বিভাগে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ টেলিফটো লেন্স উপস্থিত।
Oppo Reno 14
সদ্য ভারতে আসা ওপ্পো রেনো ১৪ স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট, আইপি৬৮ রেটিং ও গরিলা গ্লাস ৭আই। এই ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy S24 FE
স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ডিভাইসে এক্সিনস ২৪০০ই প্রসেসর দেওয়া হয়েছে, যা স্ন্যাপড্রাগন ৭ জেন ৩-এর তুলনায় শক্তিশালী। এর ক্যামেরায় ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি সাত বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট পাবে। এটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Nothing Phone (3a) Pro
নাথিং ফোন (৩এ) প্রো মডেলটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট দ্বারা চালিত। ডিসপ্লের সুরক্ষার জন্য পান্ডা গ্লাস প্রোটেকশন রয়েছে। এর ক্যামেরা সেটআপে টেলিফটো লেন্স উপস্থিত। আর ব্যাটারি ক্যাপাসিটি হল ৫০০০ এমএএইচ, যা ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।