Vivo V সিরিজের ফোনগুলি মূলত দুর্দান্ত ক্যামেরা এবং ডিজাইনের জন্য পরিচিত। গত বছর এই লাইনআপের অধীনে লঞ্চ হওয়া V40e মডেলের উত্তরসূরীর উপর ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে Vivo V50e নামের এই ফোনটির নানা তথ্য সামনে এসেছে। এটি গত মাসে ভারতে প্রকাশিত V50 ফোনটির সাশ্রয়ী মূল্যের সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে। এখন একটি নতুন রিপোর্ট থেকে নতুন মডেলটির দামের রেঞ্জ ও লঞ্চের টাইমলাইন ফাঁস হয়েছে।
যোগেশ ব্রারকে সূত্র হিসেবে উদ্ধৃত করে স্মার্টপিক্সের প্রতিবেদনে বলা হয়েছে যে V50e এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, সেখানে সঠিক তারিখ উল্লেখ করা হয়নি। ফোনটি ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স বা BIS সার্টিফিকেশন পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে – স্যাফিয়ার ব্লু এবং পার্ল হোয়াইট।
ভারতে Vivo V50e-এর দাম ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকতে পারে। প্রসঙ্গত, V40e-এর বেস মডেল ২৮,৯৯৯ টাকায় লঞ্চ করেছিল। এই V50 স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। সেলফি তোলার জন্য সামনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
ডিভাইসটি MediaTek Dimensity 7300 প্রসেসরে চলতে পারে। ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকবে। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত কোয়াড-কার্ভড অ্যামোলেড প্যানেল। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,৬০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এছাড়া, ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68/IP69 ওয়াটার রেজিট্যান্স রেটিং থাকতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.